ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাপোলো ইস্পাতের পণ্য বিক্রয় কমেছে ২৯ শতাংশ

প্রকাশিত: ০৪:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

এ্যাপোলো ইস্পাতের পণ্য বিক্রয় কমেছে ২৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপোলো ইস্পাতের চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০১৭) পণ্য বিক্রয় কমেছে ২৯ শতাংশ। এ হিসাবে ব্যয় হ্রাস স্বাভাবিক হলেও পরিচালন এবং সুদজনিত ব্যয় বেড়েছে। এছাড়া উৎপাদন ব্যয় অনেকাংশে বেড়েছে। যাতে কোম্পানিটির নিট মুনাফায় ধস নেমেছে। কোম্পানির প্রথমার্ধের বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, চলতি বছরের ৬ মাসে কোম্পানিটির পণ্য বিক্রয় হয়েছে ২১৫ কোটি ৭৫ লাখ টাকার। যার পরিমাণ আগের বছরের একই সময়ে ছিল ৩০২ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় কমেছে ৮৭ কোটি ৮ লাখ টাকার বা ২৯ শতাংশ। আগের বছরে বিক্রয়ের জন্য উৎপাদন ব্যয় হয়েছিল ২২৭ কোটি ১৬ লাখ টাকা। যা ছিল বিক্রয়ের ৭৫ শতাংশ। যাতে মোট মুনাফা হয়েছিল ৭৫ কোটি ৬৭ লাখ টাকা। আর এ বছরের প্রথম ৬ মাসে বিক্রয়ের বিপরীতে ৮৩ শতাংশ হারে উৎপাদন ব্যয় হয়েছে ১৭৮ কোটি ৯৫ লাখ টাকা। যাতে মোট মুনাফা হয়েছে ৩৬ কোটি ৮০ লাখ টাকা। এ হিসাবে মোট মুনাফা কমেছে ৩৮ কোটি ৮৭ লাখ টাকার বা ৫১ শতাংশ। এদিকে কোম্পানিটির বিক্রয় কমলেও পরিচালন ব্যয় বেড়েছে। এছাড়া সুদজনিত ব্যয় বেড়েছে। কোম্পানিটির আগের বছরের ৭ কোটি ৬৩ লাখ টাকার পরিচালন ব্যয় এ বছরে বেড়ে হয়েছে ৮ কোটি ৭১ লাখ টাকা। আর ১৯ কোটি ৫০ লাখ টাকার সুদজনিত ব্যয় এ বছর বেড়ে হয়েছে ২৮ কোটি ২৭ লাখ টাকা। অপরদিকে আগের বছরের ১১ কোটি ৭২ লাখ টাকার অপরিচালন মুনাফা এ বছরের ৬ মাসে কমে হয়েছে ৬ কোটি ৯৪ লাখ টাকা। কোম্পানিটির প্রথম ৬ মাসে বিক্রয় থেকে উৎপাদন ব্যয়, পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয় ও কর সঞ্চিতি বিয়োগ ও অপরিচালন মুনাফা যোগ শেষে নিট মুনাফা দাঁড়িয়েছে ৩ কোটি ৫৫ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.১০ টাকায়। যা আগের বছরের ৬ মাসে হয়েছিল ৪৩ কোটি ৯৩ লাখ টাকা বা শেয়ারপ্রতি ১.৩৬ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ৪০ কোটি ৩৮ লাখ টাকা বা ৯২ শতাংশ। ৩৫৪ কোটি ২০ লাখ টাকার পরিশোধিত মূলধনের এ্যাপোলো ইস্পাতে ৭৮৮ কোটি ১৪ লাখ টাকার নিট সম্পদ রয়েছে। যা শেয়ারপ্রতি হিসাবে ২২.২৫ টাকা। উল্লেখ্য, বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর রয়েছে ১৫ টাকায়।
×