ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাজী আরেফসহ ৫ জাসদ নেতা হত্যার ১৯তম বার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

কাজী আরেফসহ ৫ জাসদ নেতা হত্যার ১৯তম বার্ষিকী আজ

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৫ ফেব্রুয়ারি ॥ আজ বেদনাবিধুর ১৬ ফেব্রুয়ারি। এদেশের ইতিহাসের একটি কালো দিন। আজকের এই দিনে জাতীয় পতাকার রূপকার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। আজ তার ১৯তম বার্ষিকী। একই সঙ্গে হত্যাকা-ের সঙ্গে জড়িত ফাঁসির আরও ৫ আসামি এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ও হতাশা দানা বেঁধেছে নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের মাঝে। সেই সঙ্গে তারা শঙ্কাও প্রকাশ করেছে। উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী এক জনসভায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদ সভাপতি কাজী আরেফ আহমেদ, জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও সমসের ম-ল সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। বাগেরহাট মেরিন ইনস্টিটিউট বন্ধ ঘোষণা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বৃহস্পতিবার বিকেলের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সেলিম রেজা স্বাক্ষরিত এক নোটিসের প্রেক্ষিতে এ নির্দেশ দেয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে শিক্ষার্থীদের হল করতে বলা হলেও এদিন বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা হল ত্যাগ করেনি।
×