ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রিজ সংস্কার না করায় এলাকাবাসীর ভোগান্তি

প্রকাশিত: ০৪:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

ব্রিজ সংস্কার না করায় এলাকাবাসীর ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৫ ফেব্রুয়ারি ॥ শরীয়তপুর-জাজিরা সড়কের সঙ্গে নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের কাজিকান্দি গ্রামের সংযোগ ব্রিজটি গত বন্যায় ভেঙ্গে পড়ার ৬ মাসেও মেরামত না করায় গ্রামবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। ব্রিজের এক পাশের রাস্তাও ভেঙ্গে পড়েছে খালে। উপজেলা সদরসহ জেলা সদরের সঙ্গে গ্রামবাসীর যোগাযোগের একমাত্র মাধ্যম ভেঙ্গে পড়া এই ব্রিজটি দীর্ঘ দিনেও মেরামত বা নতুন কোন ব্রিজ নির্মাণ না করায় প্রায় ২০ হাজার লোকের ভোগান্তি চরমে পৌঁছেছে। শরীয়তপুর-মাওয়া সড়কের পাশে ব্রিজটি ভেঙ্গে পড়ে থাকলেও কারও মাথা ব্যথা নেই। স্থানীয়রা জানান, প্রতিদিন গ্রামবাসীসহ শত শত শিক্ষর্থী এই রাস্তায় যাতায়াত করে। ব্রিজটি ভেঙ্গে পড়ায় ভোগান্তির শিকার হচ্ছে তারা। কাজিকান্দি গ্রামের ফোরহাদ মীরবল বলেন, আমরা ব্রিজের অভাবে উপজেলা সদরসহ জেলা সদরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হচ্ছি। ফেনীতে ডাকাতের হামলায় প্রবাসী নিহত নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১৫ ফেব্রুয়ারি ॥ ছাগলনাইয়া থানার পশ্চিম পাঠান নগর গ্রামের কাজী বাড়িতে বৃহস্পতিবার ভোরে ডাকাতের হামলায় মোস্তফা (৩৫) নামের এক সৌদি প্রবাসী নিহত ও তার স্ত্রী তাহমিনা আক্তার, মহিদুল ইসলাম সুমন আহত হয়েছে। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সৌদি প্রবাসী মোস্তফা ১১ দিন আগে দেশে আসেন। শ্বশুর বাড়িতে অবস্থান কালে বৃহস্পতিবার ভোরে ডাকাতরা কলাপসিবল গেটের ও দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের লোকজন চিৎকার দিলে ডাকাতরা মোস্তফাকে উপর্যপরি ছুরিকাঘাত করে। এতে মোস্তফা সজ্ঞাহীন হয়ে পড়ে যায় এবং ঘটনাস্থলে মার যায়। গাজীপুর ছিনতাইকারী স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে মাইক্রোবাস চালক এক ছিনতাইকারী নিহত হয়েছে। নিহতের নাম আবু হানিফা (২৬)। সে কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। হানিফা গাজীপুর মহানগরীর দক্ষিণ চত্বর এলাকায় খানের বাড়িতে ভাড়া থাকত। রাত ৮টার দিকে একটি মাইক্রোবাস এসে তার সামনে থামে। জসিম গাজীপুর চৌরাস্তায় যাওয়ার জন্য ৫০ টাকা ভাড়া নির্ধারণ করে মাইক্রোবাসে উঠেন।
×