ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাইক্রোসফ্্টকে ছাড়াল এ্যামাজন

প্রকাশিত: ০৪:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

মাইক্রোসফ্্টকে ছাড়াল এ্যামাজন

বাজারমূল্যের দিক থেকে প্রথমবারের মতো মাইক্রোসফ্্টকে পেছনে ফেলেছে এ্যামাজন। মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে ৭০২৫০ কোটি মার্কিন ডলারে, যেখানে মাইক্রোসফটের বাজারমূল্য ৬৯৯২০ ডলার। বর্তমানে বাজারমূল্যের দিক থেকে এ্যামাজনের সামনে রয়েছে এ্যাপল ও এ্যালফাবেট। -সিএনবিসি মানুষের চেয়ে এগিয়ে মানুষের চেয়ে শত কোটি গুণ বেশি স্মার্ট হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এআইয়ের সঙ্গে তাল মেলাতে মানুষকে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত হতে হবে। দুবাইতে আয়োজিত ওয়ার্ল্ড গবর্নমেন্ট সামিটে এমন মন্তব্য করেছেন ফিউচারিজোনের ইয়ান পিয়ারসন। এআই বিষয়ে টেসলা প্রধান ইলন মাস্কের ধারণাকে সামনে রেখেই এমন মন্তব্য করেন তিনি। মানুষের চেয়ে অনেকদূর এগিয়ে যেতে পারে এআই। এই মুহূর্তে এটি কয়েক শ’ কোটি গুণ স্মার্ট হতে পারে। -সিএনবিসি
×