ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কোস্টগার্ডের দুই সদস্য আহত

প্রকাশিত: ০৪:১২, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

রোহিঙ্গা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কোস্টগার্ডের দুই সদস্য আহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সন্ত্রাসী রোহিঙ্গারা এবার ছুরিকাঘাতে আহত করেছে কোস্টগার্ডের দুই সদস্যকে। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে এ ঘটনা ঘটেছে। আহতরা হচ্ছেন- টেকনাফ কোস্টগার্ড স্টেশনের সদস্য মোঃ ফারুক ও মোঃ জয়নাল। জানা গেছে, সাদা পোশাকে দুই কোস্টগার্ড সদস্য ক্রেতা সেজে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা ব্যবসায়ী ধরার অভিযানে যান। এইচ ব্লকের ১২২১ নাম্বার শেডের ১০ নাম্বার কক্ষে তারা ক্রেতা সেজে লেনদেন করছিলেন। ঘটনা আঁচ করতে পেরে ওই কক্ষে থাকা ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী রোহিঙ্গারা তাদের ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।
×