ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই দিনব্যাপী জাতীয় মৌ মেলা শুরু ১৮ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৪:১১, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

দুই দিনব্যাপী জাতীয় মৌ মেলা শুরু ১৮ ফেব্রুয়ারি

‘ফসলের মাঠে মৌ পালন, অর্থ পুষ্টি বাড়বে ফলন’ প্রতিপাদ্যে ১৮ ফেব্রুয়ারি শুরু হবে দুই দিনব্যাপী জাতীয় মৌমেলা ২০১৮। প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ্ । সভাপতিত্ব করবেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন। উদ্বোধনী দিনে মিল্কী অডিটরিয়ামে ‘বাংলাদেশে মৌ চাষ সম্প্রসারণ, সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। কৃষি তথ্য সার্ভিসের ফার্ম ব্রডকাস্টিং অফিসার মোহাম্মদ গোলাম মাওলা জানান, রাজধানীর ফার্মগেটের আ.কা.মু. গিয়াস উদ্দীন মিল্কী অডিটরিয়াম চত্বরে দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করছে কৃষি মন্ত্রণালয়। বাণিজ্যিক মৌ চাষ সম্প্রসারণ, মধু উৎপাদন, মৌ চাষে জনসচেতনতা বৃদ্ধি ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় সরকারী-বেসরকারী ৫৪টি প্রতিষ্ঠানের ৬০টি স্টল সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে। -বিজ্ঞপ্তি
×