ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেফারতিতির বর্ণ নিয়ে বিতর্ক

প্রকাশিত: ০৪:০১, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

নেফারতিতির বর্ণ নিয়ে বিতর্ক

৩ হাজার ৪শ’ বছর আগের প্রাচীন মিসরের রানী নেফারতিতির ত্বকের রং নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি ব্রিটেনের ব্রিস্টল ইউনিভার্সিটির গবেষকরা তার আবক্ষ মূর্তির একটি থ্রি-ডি প্রদর্শন করেছে। গায়ের রং যতটা শ্যামলা মনে করা হতো তারচেয়ে তিনি ফর্সা ছিলেন। ১৮৯৮ সালে ভ্যালি অব কিংস থেকে নেফারতিতির মমি উদ্ধারের পর তিনি প্রতœ গবেষকদের অন্যতম কৌতূহলের বিষয় হয়ে ওঠেন। -সিএনএন রেণুকা চৌধুরীর হাসি সম্প্রতি ভারতের পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখার সময় অন্ধ্র প্রদেশের কংগ্রেস সদস্য রেণুকা চৌধুরী অট্টহাসিতে ফেটে পড়েন। তার এই হাসি দেখে মোদি এক পর্যায়ে মন্তব্য করেন রামায়ণ সিরিয়াল ছাড়া তিনি (নারীদের) এমন হাসি দেখেননি। মোদির বক্তব্য জেন্ডার ইস্যু নিয়ে বিতর্ক উস্কে দেয়। সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ নারী এবং কিছু পুরুষও রেণুকার পক্ষ নেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক অভিনেতা ও বিজেপি নেতা শত্রুঘœ সিনহা। -ইন্ডিয়া টুডে
×