ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাফিজ সাইদকে ‘জঙ্গী’ ঘোষণার দিনই মার্কিন অনুদান পেল পাকিস্তান

প্রকাশিত: ০৪:০১, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

হাফিজ সাইদকে ‘জঙ্গী’ ঘোষণার দিনই মার্কিন অনুদান পেল পাকিস্তান

শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের কাছে নত হলো পাকিস্তান। মুম্বাই হামলার পরিকল্পনাকারী হিসেবে ভারত যাকে দায়ী করে আসছে জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদকে মঙ্গলবার জঙ্গী ঘোষণা করেছে পাক সরকার। এ দিনই দেশটিকে বড় অঙ্কের আর্থিক অনুদানের ঘোষণা করেছে আমেরিকা। আনন্দবাজার পত্রিকা। চলতি বছর প্রথম দিন পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদীদের মদদদাতা’ তকমা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্ত্রাসে সহায়তার অভিযোগে ১১৫ কোটির ডলারের আর্থিক অনুদানও আটকে দেয় তার প্রশাসন। ওয়াশিংটন জানিয়েছিল, ইসলামাবাদ সন্ত্রাসে সহায়তা বন্ধ করলেই ওই অনুদান ছাড় পেতে পারে। কাকতালীয় ভাবে, এ দিনই একটি অধ্যাদেশ জারি করে হাফিজকে ‘জঙ্গী’ তকমা দেন পাক প্রেসিডেন্ট মামনুন হুসেন। লস্কর-ই-তইবা, জামাত-উদ-দাওয়া এবং হরকত-উল-মুজাহিদিনের মতো জঙ্গী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
×