ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুরোহিত প্রশিক্ষণ

প্রকাশিত: ০৩:৫৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

পুরোহিত প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ ফেব্রুয়ারি ॥ বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ সেবাশ্রম সংঘের মিলনায়তনে জেলার পুরোহিত ও সেবাইতদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত, সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ‘ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ’ ও ‘সামাজিক মূল্যবোধ’ শীর্ষক পৃথক দুটি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ শাহনেওয়াজ। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এসআরএস সিপিএস কার্যক্রমের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা সিধেন চন্দ্র সিংহের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী কবি ও প্রাবন্ধিক গুরুদাস দত্ত বাবলু। জীবনানন্দ দাস মেলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রূপসী বাংলার অমর কবি জীবনানন্দ দাসের ১১৮তম জন্মদিন উপলক্ষে বরিশাল বিএম কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা। উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সকাল সাড়ে দশটায় মেলার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহান আরা বেগম। মেলার উদ্যাপন পর্ষদের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজ উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল, নাট্যজন সৈয়দ দুলাল, বিএম কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান। মেলায় প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত জীবনানন্দ দাসকে নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
×