ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপের চেষ্টা ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ০৩:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

এসএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপের চেষ্টা ॥ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বন্ধুর সাবেক স্ত্রী এসএসসি পরীক্ষার্থীকে ‘এসিড’ নিক্ষেপের চেষ্টার অভিযোগে তানোর উপজেলায় দুই তরুণকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার রাত ১১টার দিকে উপজেলার তাঁতিহাটি গ্রামের বাসিন্দারা তাদের আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। গ্রেফতার দুই তরুণ হলো, উপজেলার গাগরন্দ গ্রামের জসিম উদ্দিনের ছেলে জামিল উদ্দিন ও সিরাজুল ইসলামের ছেলে আবদুল গাফফার। তাদের বিরুদ্ধে এসিড অপরাধ দমন আইনে থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় আক্তারুজ্জামান লিটন নামে আরেক যুবককে পলাতক আসামি করা হয়েছে। পলাতক আক্তারুজ্জামান উপজেলার জুরানপুর গ্রামের সামসুল আলমের ছেলে। মামলায় আক্তারুজ্জামানের সাবেক স্ত্রী দিলারা আক্তারকে এসিড নিক্ষেপের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। দিলারা উপজেলার কৃষ্ণপুর গ্রামের আলাল উদ্দিনের মেয়ে। চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে। মামলার এজাহারের বরাত দিয়ে তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, গত জানুয়ারিতে আক্তারুজ্জামানের সঙ্গে দিলারার বিয়ে হয়েছিল। বিয়ের ১৫ দিনের মাথায় দিলারা তার স্বামীকে তালাক দেয়। বুধবার রাতে আক্তারুজ্জামান ও তার দুই বন্ধু দিলারার ঘরের জানালার পাশে অবস্থান করেছিল। এ সময় স্থানীয় এক ব্যক্তি বিষয়টি বুঝতে পারলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। এরপর দিলারার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা সেখানে একটি প্লাস্টিকের বোতল খুঁজে পান। সে বোতলে এসিড ছিল। সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ॥ দিরাই উপজেলায় জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও আহত হয়েছেন ১০জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টাংনি জলমহালের সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই মজনু মিয়া (৬২) নামের একজন নিহত হয়। এ সময় আহত হয় আরাও অন্তত ১০জন। ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টাংনি জলমহালটির ইজারাদার উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. সোহেল আহমদ ও কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমানের লোকজনের মধ্যে সংর্ষের ঘটনা ঘটে। জলমহালের ইজারাকৃত এলাকা চেয়ারম্যানের ব্যক্তি মালিকানা দাবি করলে ইজারাদার ও চেয়ারম্যান পক্ষের মধ্যে গত কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। এ নিয়ে একাধিক বার উপজেলা পরিষদে আপোস নিষ্পত্তির চেষ্টা চলেছে। বৃহস্পতিবার সকালে সোহেল আহমদের লোকজন বিরোধকৃত এলাকায় মাছ ধরতে গেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
×