ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় স্কুলছাত্র হত্যাকারীদের ফাঁসি দাবি

প্রকাশিত: ০৩:৫১, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

সাতক্ষীরায় স্কুলছাত্র হত্যাকারীদের ফাঁসি দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ পুলিশপুত্র ও পুলিশ লাইন্স স্কুলের দশম শ্রেণীর ছাত্র সাকিব হোসেন (১৬) হত্যার প্রতিবাদ জানিয়ে ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক- শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচীতে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেয় সাংবাদিক ও সাধারণ মানুষ। পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক আমিনা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন দশম শ্রেণীর শিক্ষার্থী ইমন, বুশরা মনজু, শিক্ষক ইমরান ফকির, রহিমা খাতুন, অরুণ ঘোষ, মনোরঞ্জন ম-ল, রাশেদ খান, মনোয়ারা বেগম প্রমুখ। চাঁপাইয়ে তিন সড়ক বেহাল ॥ দুর্ভোগে এলাকাবাসী স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ জেলার তিনটি বেহাল সড়কের কারণে জনদুর্ভোগ চরমে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা থেকে মেথরপাড়া হয়ে শিবতলা পর্যন্ত। অপরটি একমাত্র শিল্প এলাকার মধ্যদিয়ে আমনুরা রেল জংশন হয়ে কল্যাণপুর ফার্ম পর্যন্ত। তৃতীয়টি সীমান্ত উপজেলা ভোলাহাট-রহনপুর সড়ক ধরে মকরমপুর পর্যন্ত ২২ কিলোমিটার। বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। বিশেষ করে পঞ্চনন্দপুর থেকে দুই কিলোমিটার দিয়ে কোন ধরনের যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করছে না। প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলেছে। ভোলাহাট থেকে রহনপুর, নাচোল, নিয়ামতপুর, নওগাঁ, বগুড়া যাবার একমাত্র পথ। সড়ক ও জনপথ বিভাগ অত্যন্ত জনবহুল, গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারে কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না। অপরটি রহনপুর রেল জংশন হতে শুরু হয়ে কল্যাণপুর হর্টিকালচার সেন্টার পর্যন্ত। এর মধ্যে শিল্প এলাকার মধ্য দিয়ে আসা ১২ কিলো সড়ক বিভাগের। এই ১২ মাইল সড়ক গত সাড়ে চার দশকে ২১ বার বরাদ্দ দিয়ে সংস্কার করলেও পিচ, খোয়া বা কোন অংশে কংক্রিট থাকলেও তা খুবই নিম্নমানের। ফলে এই রাস্তা এক বছরের বেশি টিকে না। আনসার সদস্যকে পুলিশে সোপর্দ ফেসবুকে উস্কানিমূলক প্রচারণা নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ॥ চাকরি সরকারীকরণের দাবিতে ফেসবুকে উস্কানিমূলক প্রচারণা চালানোর অভিযোগ এনে হবিগঞ্জের সফিকুল ইসলাম নামে এক আনসার সদস্যকে পুলিশে সোর্পদ করেছে সংশ্লিষ্ট অফিস কর্তপক্ষ। বুধবার গভীর রাতে হবিগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের (সার্কেল) এ্যাডজুটেন্ট শাহআলমসহ আরও কয়েক কর্মকর্তা ওই সদস্যকে সদর থানা পুলিশে হস্তান্তর করে।
×