ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রচলিত ব্যবস্থায় প্রশ্নফাঁস বন্ধ সম্ভব নয়॥ আইটিমন্ত্রী

প্রকাশিত: ০৮:২০, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

প্রচলিত ব্যবস্থায় প্রশ্নফাঁস বন্ধ সম্ভব নয়॥ আইটিমন্ত্রী

বিডিনিউজ ॥ পরীক্ষা পদ্ধতি, প্রশ্ন প্রণয়ন এবং শিক্ষার্থী মূল্যায়নের বিষয়ে প্রচলিত ব্যবস্থায় প্রশ্নফাঁস বন্ধে নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এর সমাধান হিসেবে পরীক্ষা পদ্ধতি স¤পূর্ণ ডিজিটালাইজড করার পক্ষে তিনি। প্রশ্নফাঁসের জন্য ফেসবুক, ইন্টারনেটের ওপর দায় চাপানো ঠিক নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, এই ধরনের একটা ধারণা আমাদের মধ্যে জন্ম নিয়েছিল যে, ফেসবুকে প্রশ্নফাঁস হয়, ইন্টারনেট প্রশ্নফাঁস করে। বিষয়টা খুবই সিম্পল। না ফেসবুক, না ইন্টারনেট, না হোয়াটসএ্যাপ প্রশ্নফাঁস করে, প্রশ্নফাঁস হয় মানুষের হাতে। বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফেসবুকে প্রশ্ন ছড়িয়ে পড়া ঠেকাতে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, রিয়েল আইপি ঠিকানা থাকলে সহজে শনাক্ত করা যায়, কিন্তু ভিপিএন ব্যবহার করলে শনাক্ত করা কঠিন হয়ে যাবে। ফেসবুকের সঙ্গে সরাসরি এমওইউ না থাকায় সরাসরি যোগাযোগ নেই। আমাদের এরইমধ্যে স¤পর্ক স্থাপিত হয়েছে। কিন্তু ওই এ্যাড্রেসটা পেতে আমাদের যে সময়টা দরকার, সেই সময়টুকুর মধ্যে ক্ষতি যা হওয়ার হয়ে যায়। ইন্টারনেটের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আমরা তিন দিক থেকে কাজ করছি। বিটিআরসি, আইসিটি বিভাগ ও পুলিশ বাহিনী কাজ করছে। অনুষ্ঠানে ডাক বিভাগের পক্ষ থেকে অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ উপলক্ষে ১০ টাকা ও ৫০ টাকা মূল্যমানের দুটি স্মারক ডাক টিকেট ও একটি স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড প্রকাশ করা হয়। এছাড়া ডাক বিভাগ ও জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের সঙ্গে জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেয়ার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। এ সময় টেলিযোগাযোগ বিভাগ সচিব শ্যাম সুন্দর সিকদারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
×