ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুবেল রেহান

ব্যস্ত অভিনেত্রী এ্যালিসন ব্রি

প্রকাশিত: ০৬:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

ব্যস্ত অভিনেত্রী এ্যালিসন ব্রি

ডিজাস্টার আর্টিস্ট ছবিটি মুক্তি পেয়েছে সম্প্রতি। এ ছবিতে গ্রেগ সেস্ট্রোর বান্ধবী এ্যাম্বার চরিত্রে অভিনয়ের সুবাদে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছেন এ্যালিসন ব্রি। দর্শক সমালোচক মহলে বিপুল প্রশংসা অর্জন করেছে ‘ডিজাস্টার আর্টিস্ট’। ব্যতিক্রমধর্মী গল্পের এ ছবিতে প্রায় সব শিল্পীই চমৎকার অভিনয় করেছেন। তাদের মধ্যে এ্যালিসন ব্রি সমালোচকদের অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছেন। এ বছরেই তার অভিনীত আরও একটি সিনেমা ‘দ্য লিটল আওয়ারস’ মুক্তি পেয়েছে। সেখানে তিনি সিস্টার এ্যালেম্রান্ড্রা চরিত্রে অভিনয় করেছেন। গত বছর তার অভিনীত ৪টি সিনেমা মুক্তি পেয়েছিল। ছবিগুলো হলো ‘জোসি’, ‘হাউ টু বি সিঙ্গেল’, ‘গেট এ জব’ এবং ‘এ ফ্যামিলি ম্যান’। প্রতিটিতেই গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয়ের দুর্দান্ত চমক দেখিয়েছেন এ্যালিসন ব্রি। ৩৪-এ পা রাখা এই হলিউডি অভিনেত্রী একজন মডেল এবং প্রযোজক হিসেবে পরিচিত। ছোট পর্দা দিয়ে তার ক্যারিয়ার শুরু। তার জন্ম ক্যালিফোর্নিয়ার হলিউডে। বাবা ছিলেন একজন মিউজিশিয়ান এবং ফ্রিল্যান্স বিনোদন সাংবাদিক। মা কাজ করতেন একটি শিশু পালন কেন্দ্রে। ছোটবেলায় বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইহুদী কমিউনিটি সেন্টারে মঞ্চে অভিনয় শুরু করেন কিশোরী এ্যালিসন ব্রি। ২০০৫ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব দ্য আর্টস থেকে মঞ্চ অভিনয়ের ওপর ব্যাচেলর ডিগ্রী লাভ করেন। এরপর গ্লাসগোর রয়্যাল স্কটিশ একাডেমি অব মিউজিক এ্যান্ড ড্রামা থেকে আরেকটি ডিগ্রী লাভ করেন। এক সময়ে বিভিন্ন জন্মদিনের পার্টিতে ক্লাউনের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে উপার্জন করেছেন। তারপর ক্যালিফোর্নিয়ার মঞ্চে নিয়মিত অভিনয়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। ছোট পর্দায় ক্যারিয়ার শুরু করে সাফল্যের স্বাদ পেয়ে যান প্রথমেই। তার অভিনীত উল্লেখযোগ্য সিটকম ‘কমিউনিটি’ ঘরে ঘরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ২০১০ সালে ‘মন্টানা আমাজন’ ছবিতে অভিনয় করেন ব্রি। একই বছর ম্যাক্সিম ম্যাগাজিন সেরা এক শ’ আবেদনময় নারীর মধ্যে তাকে অন্যতম, একজন হিসেবে নির্বাচন করে। পরের বছরও ব্রি ওই তালিকায় স্থান পান। এফএইচএম ম্যাগাজিনের পাঠকদের ভোটেও ২০১৩ সালে আবেদনময়ী নারীদের মধ্যে ৫৭তম স্থানে ঠাঁই পেয়ে যান। ২০১৪ সালে ‘আস্কম্যান’ ম্যাগাজিনের পাঠকরা তাকে বিশ্বের সেরা দ্বিতীয় কাক্সিক্ষত নারী হিসেবে নির্বাচন করে। হলিউডের বেশ অনেকগুলো সাড়া জাগানো সিনেমায় অভিনয়ের সুবাদে দর্শকদের খুব কাছাকাছি চলে আসতে সক্ষম হয়েছেন কম সময়ের মধ্যে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হলো ‘স্ক্রিম ফোর’, ‘দ্য ফাইভ ইয়ার এনগেজমেন্ট’, ‘সিøপিং উইথ অ্যাদার পিপল’, ‘গেট হার্ড’ প্রভৃতি। ২০১৪ সালে নেটফ্লিক্সের ‘বোজ্যাক হর্সম্যান’ সিরিজে অভিনয় শুরু করেন এ্যালিসন ব্রি। এই সিরিজের বেশ কয়েকটি চরিত্রের হয়ে কণ্ঠ দিয়েছেন তিনি। গত ২০১৬ সালে নেটফ্লিক্সের কমেডি সিরিজ ‘গ্লো’-তে অভিনয় শুরু করেন। আশির দশকে পেশাদার নারী রেসলারদের লিগ-এর বিভিন্ন ঘটনা নিয়ে আবর্তিত সিরিজে এ্যালিসন ব্রি তার নিজস্বতার প্রমাণ দিয়েছেন চমৎকার। সিরিজটি গত জুনে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। নিজের অভিনয় জীবন নিয়ে কোন আক্ষেপ কিংবা অতৃপ্তিবোধ নেই ব্রির মনে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই অভিনয় করছি। মঞ্চ দিয়ে আমার শুরু, এরপর আমি বিভিন্ন মাধ্যমে কাজ করেছি। মঞ্চ দিয়ে আমার শুরু এরপর আমি বিভিন্ন মাধ্যমে কাজ করেছি। অভিনয়ের ক্ষেত্রে ছোট পর্দা ও বড় পর্দা নিয়ে আমার কোন জটিলতা নেই মনে। অভিনয় ভালবাসি বলে আমি সব মাধ্যমেই কাজ করতে চাই। তবে হলিউডে আজকাল আমার ব্যস্ততা বেড়ে গেছে বড় পর্দার জন্য সময় দিতে হচ্ছে বেশি। এটাও আমার জন্য আনন্দদায়ক ব্যাপার ২০১২ সাল থেকে ব্রি অভিনেতা ডেভ ফ্যাংকোর সঙ্গে ডেটিং করছেন। গত মার্চে তারা বিয়ে করেছেন। ‘দ্য ডিজাস্টার আর্টিস্ট’ ছবিতে তারা দু’জন একসঙ্গে অভিনয় করেছেন এ্যালিসম ব্রির নতুন আরেকটি সিনেমা ‘দ্য পোস্ট’ আসছে আগামী বছর। অনেকটাই ভেঙ্গে পড়েছেন। অচিরেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পরিকল্পনা ছিল, যা আপাতত স্তগিত করেছেন।
×