ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভার্সাটাইল অভিনেত্রী রেবেকা হল

প্রকাশিত: ০৬:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

ভার্সাটাইল অভিনেত্রী রেবেকা হল

‘পারমিশন’ ছবিটি গত বছরের এপ্রিলে ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রদর্শিত হয়ে প্রশংসা অর্জন করে। রোমান্টিক কমেডি ড্রামা ধাঁচের এ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন রেবেকা হল। এখানে তার অভিনীত চরিত্রের নাম আন্না। প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং এ নিয়ে সৃষ্ট নানা ঘটনা তুলে ধরা হয়েছে ‘পারমিশন’ ছবিতে। এ ছবির একজন অন্যতম প্রযোজকও রেবেকা হল। ছবির প্রধান একটি চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে একসঙ্গে দুটি দায়িত্ব পালন তার জন্য এক ধরনের চ্যালেঞ্জ ছিল বৈকি। তবে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে যেভাবে তিনি অভিনীত চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন তা দর্শক সমালোচকদের অকুণ্ঠ প্রশংসা পেয়েছে। ৩৫ বছর বয়সী রেবেকা হল ইতোমধ্যেই হলিউডে একজন পাকা অভিনেত্রী হিসেবে নিজের আসনটি পাকাপোক্ত করতে সক্ষম হয়েছেন। ১৯৯২ সালে মাত্র ১০ বছর বয়সে ছোট পর্দায় অভিনেত্রী হিসেবে তার অভিষেক হয়েছিল। বাবা পিটার হল পরিচালিত একটি টিভি সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন রেবেকা। বাবা ছিলেন লন্ডনের একজন খ্যাতনামা মঞ্চ নির্দেশক। মাও ছিলেন আমেরিকান অপেরা গায়িকা। পারিবারিকভাবে সাংস্কৃতিক পরিম-লে বড় হয়েছেন, যে কারণে রেবেকা হল নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবে গড়ে তোলার সুযোগ পেয়েছিলেন। মঞ্চ অভিনয়ের অভিজ্ঞতা তার সুঅভিনেত্রী হয়ে ওঠার ক্ষেত্রে সহায়ক হয়েছে। সিনেমায় তার অভিষেক ২০০৬ সালে ‘স্টার্টার ফর টেন’ ছবির মাধ্যমে। তবে সবার নজর কাড়েন একই বছরে মুক্তিপ্রাপ্ত থ্রিলার মুভি ‘দ্য প্রেস্টিজ’-এ অভিনয়ের মাধ্যমে। রেবেকা উডি এ্যালেনের রোমান্টিক কমেডি ড্রামা ‘ভিকি ক্রিস্টিনা বার্সিলোনা’য় অভিনয় করে গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন। তারপর একে একে বেশ অনেকগুলো উল্লেখযোগ্য সিনেমায় অভিনয়ের সুবাদে নিজেকে একজন ভাল অভিনেত্রীর কাতারে নিয়ে যেতে সক্ষম হন। রেবেকা অভিনীত উল্লেখযোগ্য অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে ঐতিহাসিক পটভূমির ফ্রাস্ট/নিক্সন, ক্রাইম ড্রামা ‘দ্য টাউন’, হরর থ্রিলার ‘দ্য এ্যাওয়াকেনিং’, সুপারহিরো মুভি ‘আয়রন ম্যান থ্রি’ সায়েন্স ফিকশন ফিল্ম ‘ট্রান্সসেন্ডেন্স’, সাইকোলজিক্যাল থ্রিলার ‘দ্য গিফট’ বায়োগ্রাফিক্যাল ড্রামা ‘প্রফেসর মারস্টন এন্ড দ্য ওয়ান্ডার ওম্যান’, ‘দ্য বিএফজি’ ‘দ্য ডিনার’ প্রভৃতি। রেবেকা হল সবচেয়ে বেশি আলোচিত এবং প্রশংসিত হয়েছেন বায়োগ্রাফিক্যাল ড্রামা ‘ক্রিস্টিন’-এ অভিনয় করে। এখানে একজন চ্যলেঞ্জিং নিউজ এ্যাঙ্কর ক্রিস্টিনা চাব্বাকের ভূমিকায় অভিনয় করেন তিনি। স্কুলে পড়ার সময় ‘হেড গার্ল’ হয়েছিলেন নানা যোগ্যতার কারণে। ইংরেজী সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। তবে চূড়ান্তভাবে ডিগ্রী নেয়ার আগেই তার ক্যাম্ব্রিজের সেন্ট ক্যাথরিন কলেজ ছাড়তে হয়েছিল। কলেজে পড়াকালীন সময়ে মঞ্চ নাটকে নিয়মিত অংশগ্রহণ করতেন। এতে তার অভিনয় চর্চাটা ঠিকমতো চলছিল। ঝাঁসির রানী কঙ্গনা কঙ্গনা রানাওত নিজের অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিমরান’-এর চরম ব্যর্থতায় অনেকটাই ভেঙে পড়েছেন। অচিরেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পরিকল্পনা ছিল, যা আপাতত স্থগিত করেছেন। কঙ্গনার সব মনোযোগ এখন ঝাঁসির রানীকে নিয়ে নির্মাণাধীন সিনেমা ‘মানিকারনিকা’কে ঘিরে। এ ছবিতে ঐতিহাসিক চরিত্র ঝাঁসির রানীর ভূমিকায় অভিনয় করতে নেমে জীবন বাজি রেখেছেন মেধাবী এই অভিনেত্রী। ঝুঁকিপূর্ণ দৃশ্যে স্ট্যান্টম্যান ছাড়াই নিজেই শট দিয়েছেন। ফলে তাকে দুর্ঘটনার শিকারও হতে হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকবার। ‘মানিকারনিকা’ ছবির কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোন চিন্তা-ভাবনা করতে চান না কঙ্গনা। এখন আপকামিং ফিল্ম মিণকরণিকা নিয়েই ব্যস্ত কঙ্গনা। নিজেকে সেভাবেই তৈরি করছে। আপাতত রানি লক্ষীবাই চরিত্রের সঙ্গেই নিজেকে একাত্ম করে তুলেছেন তিনি। গত কয়েকদিন আগে রানি বেশেই দর্শকদের সমনে হাজির হয়েছে কঙ্গনা। ইন্টারনেটে ভাইরাল হওয়া ছবি গুলো ছিল জয়পুরের শূ্যুটিং সেটের। তলোয়ার হাতে ও পাগড়ি মাথায় কঙ্গনাকে দেখাচ্ছিল একেবারেই যোদ্ধার মেজাজে। বলিউডে কঙ্গনার অত্মপ্রকাশের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন খবরের শিরনাম হয়েছেন। ব্যক্তিগত জীবন থেকে অভিনয় জীবন সব পর্বেই তিনি সর্বধিক আলোচিত। সম্ভবত তাকে নিয়ে আলোচনা চালিয়ে যেতে তিনি আসছেন হাল্কা কমেডি ধাঁচের সিনেমা ‘তেজু’ নিয়ে । এই সিনেমা পরিচালনা করছেন তিনি নিজেই। যেখানে কঙ্গনা নিজেই প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন ছবিটিতে।
×