ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শতাধিক হলে নূরজাহান

প্রকাশিত: ০৬:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

শতাধিক হলে নূরজাহান

ভালবাসা দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চমৎকার রোমান্টিক এক প্রেমের কাহিনী নিয়ে নির্মিত ‘নূরজাহান’ শিরোনামের ছবি। এ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে নবাগত পূজা চেরির। আর তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা আদৃত। যৌথ প্রযোজনার নতুন নীতিমালা ঘোষিত হওয়ার পর প্রথম চলচ্চিত্র হিসেবে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘নূরজাহান’ বিশেষ দিনে বিশেষ ছবি উপহার দেয়ায় জুড়ি নেই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার। এবার ও ব্যতিক্রম নয়। ভালবাসার মাসে এক মন ছুঁয়ে যাওয়া ভালবাসার গল্প। ‘ভাল লাগে না তোমায় ছাড়া, রাস্তা হারাই মনের পাড়ায়, তুমি এলে ফুল ফোঁটে বাগানে... বলছিলাম নূরজাহান সিনেমার কথা। ভালবাসা দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চমৎকার রোমান্টিক এক প্রেমের কাহিনী নিয়ে নির্মিত ‘নূরজাহান’ শিরোনামের ছবি। এ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে নবাগত পূজা চেরির। আর তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা আদৃত। যৌথ প্রযোজনার নতুন নীতিমালা ঘোষিত হওয়ার পর প্রথম চলচ্চিত্র হিসেবে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘নূরজাহান’। তাই ছবিটির মুক্তি নিয়ে আর কোন বাধা থাকল না। গত বৃহস্পতিবার সেন্সরে বোর্ডে পূজা-অদ্রিত অভিনীত ‘নূরজাহান’ ছবিটি প্রদর্শিত হয়। ছবিটি দেখার পর বোর্ডের সদস্যরা ভূয়সী প্রশংসা করেন এবং ছাড়পত্র প্রদান করেন। এ ছবিটির গল্প মূলত ফুল লাভ স্টোরি। একটা ছেলে একটা মেয়ের জীবনে কি প্রভাব রাখে কিংবা একটা মেয়ে একটা ছেলের জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে পারে সেটাই দেখা যাবে এই ছবিতে। এ ছবির ‘সোনা বন্ধু’ ও ‘মন বলেছে’ ‘নূরজাহান’ শিরোনামের গান তিনটি এরই মধ্যে দর্শকরা খুব পছন্দ করছেন। ছবিটি প্রসঙ্গে পূজা বলেন, পোস্টার প্রকাশের পর থেকে যতটা ভাল লাগছে, প্রথম দিন ছবির শুটিংয়ের সময়ও ততটা লাগেনি। পোস্টারে নিজেকে নায়িকা হিসেবে দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ছবিটি মুক্তি পাচ্ছে ভালবাসা দিবস উপলক্ষে। সবাইকে হলে এসে ছবিটি দেখার অনুরোধ রইল এবং সবাই আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ‘নূরজাহান’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কলাকাতার পরিচালক রাজ চক্রবর্তীর প্রতিষ্ঠান রাজ চক্রবর্তী প্রোডাকশন। সঙ্গে আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসও। পরিচালনা করছেন রাজের সহকারী ও চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায় ও বাংলাদেশের আবদুল আজিজ।
×