ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দলীয় সিদ্ধান্তে জুমা সাড়া দেবেন ॥ দেশবাসীর প্রত্যাশা

প্রকাশিত: ০৬:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

দলীয় সিদ্ধান্তে জুমা সাড়া দেবেন ॥ দেশবাসীর প্রত্যাশা

দক্ষিণ আফ্রিকায় ক্রমবর্ধমান রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতিতে দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রেসিডেন্ট জ্যাকব জুমার পদত্যাগের জন্য তার দলের সিদ্ধান্তের প্রতি তিনি সাড়া দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে এবং দেশের জনগণ বুধবার এ বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। খবর এএফপির। ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) মহাসচিব এইস মাগাশুলে মঙ্গলবার বলেছেন, দুর্ভোগ জর্জরিত প্রেসিডেন্ট নীতিগতভাবে পদত্যাগে সম্মত হয়েছেন। তিনি ক্ষমতা আঁকড়ে থাকতে চাইলে পার্লামেন্টে অনাস্থা এনে তাকে পদচ্যুত করার সম্ভাবনা রয়েছে। সরকার এক বিবৃতিতে বলেছে, মন্ত্রিপরিষদের বুধবার যে বৈঠক অনুষ্ঠানের কথা ছিল তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
×