ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডেনমার্কের রানীর স্বামী প্রিন্স হেনরিক মারা গেছেন

প্রকাশিত: ০৬:২৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

ডেনমার্কের রানীর স্বামী প্রিন্স হেনরিক মারা গেছেন

ডেনমার্কের রানী মার্গারেটের স্বামী প্রিন্স হেনরিক ৮৩ বছর বয়সে মারা গেছেন বলে ঘোষণা করেছে দেশটির রয়েল হাউস। রয়েল হাউস ঘোষণা করেছে, বুধবার কোপেনহেগেনের উত্তরে ফ্রেডেনসবুর্গ দুর্গে ‘শান্তিপূর্ণ অবস্থায় ঘুমের মধ্যে’ তার মৃত্যু হয়েছে। এ সময় রানী মার্গারেট ও তাদের দুই পুত্র তার পাশে ছিলেন। জীবনের শেষ দিনগুলো পার করার জন্য প্রিন্সকে হাসপাতাল থেকে সরিয়ে ওই দূর্গে নেয়া হয়েছিল। ফুসফুসের সংক্রমণজনিত কারণে গত মাসের শেষের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে ২০১৭ সালে তার স্মৃতিভ্রংশতার চিকিৎসা করা হয়েছিল। -এবিসি পর্নো তারকাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন মঙ্গলবার নিউইয়র্ক টাইমসকে বলেছেন, তিনি এক পর্নো তারকাকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। নিজের পক্ষ থেকে অর্থ দেন বলে কোহেন জানিয়েছেন। ওই পর্নো তারকার সঙ্গে ট্রাম্পের এক সময় সম্পর্ক ছিল বলে পরে জানা গেছে। এএফপি। কোহেন যেই পর্নো তারকাকে অর্থ দেন তার নাম স্টেফাইন ক্লিফোর্ড, তিনি স্টর্মি ড্যানিয়েল নামেও পরিচিত। কোহেন দাবি করেছেন, তিনি যে অর্থ দিয়েছেন সেটি তাকে পরিশোধ করা হয়নি। কেন তিনি পর্নো ছবির অভিনেত্রীকে অর্থ দিয়েছিলেন তার বিস্তারিত জানাননি। এই অর্থ দেয়ার কাজটি বৈধ ছিল বলে কোহেন নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন। পত্রিকাটিকে তিনি বলেছেন, ট্রাম্প অর্গানাইজেশন বা ট্রাম্প প্রচার টিমের সঙ্গে স্টেফাইনকে অর্থ দেয়ার কোন সম্পর্ক নেই।
×