ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করার পক্ষে ইসরাইলী পুলিশ

প্রকাশিত: ০৬:২৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করার পক্ষে ইসরাইলী পুলিশ

ঘুষ গ্রহণের অভিযোগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছে ইসরাইলী পুলিশ বিভাগ। মঙ্গলবার দেয়া বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এ বাহিনী জানায়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের পৃথক দুটি মামলায় অভিযোগ গঠন করার মতো পর্যাপ্ত প্রমাণ তাদের হাতে আছে।-খবর বিবিসি পুলিশের অভিযোগকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে নেতানিয়াহু প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আগে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে আনা অভিযোগের মতো এগুলোও ‘কোন কিছু ছাড়াই শেষ হবে’ বলেও মন্তব্য তার। ইসরাইলী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের একটিতে বলা হচ্ছে, নেতানিয়াহু তার সম্পর্কে ইতিবাচক প্রচারের বিনিময়ে গণমাধ্যম ইয়েদিয়ত আহারনতকে অন্যদের চেয়ে বেশি সুবিধা দেয়ার প্রস্তাব করেছিলেন। একই ঘটনায় গণমাধ্যমটির সম্পাদক আরনন মোজেসের বিরুদ্ধেও অভিযোগ গঠিত হওয়া উচিত বলে মন্তব্য পুলিশের। প্রধানমন্ত্রী হওয়ার পর নেতানিয়াহু ২০০৯ সাল থেকে হলিউডের প্রভাবশালী ব্যক্তি আরনন মিলচেন ও অন্যান্য সমর্থকদের কাছ থেকে অন্তত ১০ লাখ ইসরাইলী মুদ্রা সমপরিমাণ উপহার নিয়েছিলেন বলেও অভিযোগে পুলিশের। এসব উপহারের মধ্যে শ্যাম্পেন ও সিগার আছে বলে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে। মিলচানকে যুক্তরাষ্ট্রের ভিসা পাইয়ে দেয়ার বিনিময়ে প্রধানমন্ত্রী এসব উপহার নিয়েছিলেন। একই অভিযোগে ফাইট ক্লাব, গন গার্ল ও দ্য রেভনেন্টের মতো নামকরা হলিউড চলচ্চিত্রের প্রযোজক মিলচানকেও বিচারের মুখোমুখি করতে চায় ইসরাইলী পুলিশ। তাদের বিবৃতিতে বলা হয়, উপহার নিয়ে নেতানিয়াহু হলিউডি প্রযোজককে আইনী সুবিধা দেয়ার চেষ্টা করেছিলেন। বিদেশফেরত কোন ইসরাইলী নিজ দেশে বসবাস শুরু করলে তাকে ১০ বছরের কর রেয়াত দেয়ার যে সুযোগ আছে প্রধানমন্ত্রী তা মিলচানকে পাইয়ে দিতে সুপারিশ করেছিলেন। যদিও অর্থ মন্ত্রণালয় পরে নেতানিয়াহুর এ প্রস্তাব আটকে দেয়। অস্ট্রেলীয় ধনী জেমস প্যাকার জড়িত এমন এক ঘটনায় নেতানিয়াহুর জালিয়াতি ও বিশ্বাসভঙ্গেরও সন্দেহ করছে পুলিশ। গত বছরের ডিসেম্বরে ইসরাইলী চ্যানেল টেনের এক প্রতিবেদনে বলা হয়, প্যাকার তদন্ত কর্মকর্তাদের কাছে নেতানিয়াহু ও তার স্ত্রী সারাকে উপহার দেয়ার কথা স্বীকার করেছেন।
×