ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্যারিসের পোশাক মেলায় বাংলাদেশের ২৪ প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৬:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

প্যারিসের পোশাক মেলায় বাংলাদেশের ২৪ প্রতিষ্ঠান

ফ্রান্সের প্যারিসে তৈরি পোশাক প্রদর্শনীতে (টেক্সওয়ার্ল্ড) অংশ নিয়েছে বাংলাদেশের ২৪ প্রতিষ্ঠান। এরমধ্যে ২১টি প্রতিষ্ঠান অংশ নেয় রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) অধীনে। বাকি ৩টি অংশ নেয় নিজেদের উদ্যোগে। মেলায় পণ্য প্রদর্শনীর পাশাপাশি ক্রেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন এসব উদ্যোক্তারা। এছাড়াও তাৎক্ষণিক কিছু রফতানি আদেশও পাওয়া গেছে। বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান জার্মানিভিত্তিক ম্যাসি ফ্রাঙ্কফুর্ট এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, গত রবিবার প্যারিসের লি বারগ্যাটে শুরু হওয়া এ প্রদর্শনীতে রফতানি উন্নয়নে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। চারদিনের এ প্রদর্শনী শেষ হবে বুধবার। আগের দিন মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ ই কাজী ইমতিয়াজ হোসেইন। -অর্থনৈতিক রিপোর্টার ব্যবসা বেড়েছে হীরার রাজ্য বেলজিয়ামের বুধবার ছিল ভ্যালেন্টাইন ডে; বিশ্ব ভালবাসা দিবস। দিনটি উদযাপনে নিজেদের মধ্যে উপহার সামগ্রী দেয়া-নেয়া করেন বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রেমিক যুগল। কার্ড থেকে শুরু করে মূল্যবান ধাতু হীরা- সবই থাকে উপহারের তালিকায়। যাকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশেই ব্যবসা হয় কোটি কোটি ডলারের। তবে একটু বেশিই হয় বেলজিয়ামের শহর এ্যান্টওয়ার্পে। কেননা এই শহরের পরিচিতিই যে হীরার রাজ্য নামে। -অর্থনৈতিক রিপোর্টার
×