ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তুরস্কের শিল্প স্থানান্তর চায় এফবিসিসিআই

প্রকাশিত: ০৬:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

তুরস্কের শিল্প স্থানান্তর চায় এফবিসিসিআই

স্টাফ রিপোর্টার ॥ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই তুরস্কের প্রযুক্তি ও সম্ভাবনাময় শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছে। বুধবার এফবিসিসিআই নেতৃবৃন্দ এবং তুরস্ক-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (টিবিবিসি) নেতৃবৃন্দ এক আলোচনা সভায় এই বিষয় তুলে ধরেন। একই সঙ্গে পোশাক, চামড়া, তথ্য প্রযুক্তি, কৃষি ভিত্তিকশিল্পসহ সম্ভাবনাময় খাতে দুই দেশের যৌথ বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়েছে এফবিসিসিআই। সভায় এফবিসিসিআই প্রতিনিধি দলে ছিলেন সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও সিনিয়র সভাপতি শেখ ফজলে ফাহিম। আলোচনায় অংশ নেন এফবিসিসিআই পরিচালক রেজাউল করিম রেজনু, মোঃ আবু নাসের, মাসুদ পারভেজ খান ইমরান এবং নিজামুদ্দিন রাজেশ আলোচনায় অংশ নেন। টিবিবিসি চেয়ারপার্সন লোরা গক তুরস্ক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সভায় বাংলাদেশ-তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মুরাতইয়ারাত এবং টিবিবিসির সহকারী সমন্বয়ক তুলিন এ্যাভসি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৬-২০১৭ অর্থবছরে বাংলাদেশ ৬৩১ দশমিক ৬৩ মিলিয়ন ডলার মূল্যের পণ্য তুরস্কে রফতানি করে এবং তুরস্ক থেকে ২১২.৩০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। তুরস্কে রফতানিযোগ্য পণ্যের মধ্যে রয়েছে ওভেন গার্মেন্টস, পাট ও পাটজাত পণ্য, নিটওয়্যার, সিরামিক পণ্য, হোম টেক্সটাইল ইত্যাদি। আর তুরস্ক থেকে মূলত যন্ত্রপাতি, ইলেকট্রনিক সামগ্রী, প্লাস্টিক, রাবার ইত্যাদি আমদানি করা হয়। সভায় লোরা গক বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত ইতিবাচক কিন্তু দ্বিপাক্ষিক বাণিজ্য আরও উন্নত করতে দুপক্ষকে নিবিড়ভাবে কাজ করতে হবে। এছাড়া তিনি বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
×