ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘জাতীয় উৎপাদনশীলতা বার্তা’ প্রকাশ করেছে এনপিও

প্রকাশিত: ০৬:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

‘জাতীয় উৎপাদনশীলতা বার্তা’ প্রকাশ করেছে এনপিও

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা বিষয়ক ধারণার প্রসার এবং উৎপাদশীলতা আন্দোলনে সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করতে প্রথমবারের মতো ‘জাতীয় উৎপাদনশীলতা বার্তা’ প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)। একই সঙ্গে আজ এনপিওর ‘বার্ষিক প্রতিবেদন ২০১৬-১৭’ প্রকাশিত হয়েছে। বুধবার সকালে শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ আনুষ্ঠানিকভাবে এ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) পরিচালক এসএম আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ দাবিরুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিল্প সচিব বলেন, ২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ বাংলাদেশ এবং ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ অর্জনে শিল্প, সেবা, কৃষিসহ সব খাতে উৎপাদনশীলতা বাড়াতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে, উৎপাদনশীলতা বিষয়ক নতুন কৌশল ও মডেল জনপ্রিয় করে তৃণমূল পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়াস জোরদার করতে হবে। তিনি শিল্প মন্ত্রণালয়ে সেবা প্রত্যাশীদের জন্য সর্বোচ্চ গুণগতমানের সেবা নিশ্চিত করার তাগিদ দেন।
×