ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুরক্ষার নামে তথ্য সংগ্রহ

প্রকাশিত: ০৬:২২, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

সুরক্ষার নামে তথ্য সংগ্রহ

নিজেদের মোবাইল এ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন এক তারবিহীন-নেটওয়ার্কিং এ্যাপ এনেছে ফেসবুক। কিন্তু এ এ্যাপটি যে তাদের মালিকানাধীন সে তথ্য শুরুতে জানায়নি প্রতিষ্ঠানটি। এ্যাপটি ফেসবুকের জন্য তথ্য সংগ্রহ করে বলে জানা গেছে। -সিএনবিসি মানুষকে বাঁচাবে গেম একটি ভিডিও গেম খেলানোর মাধ্যমে হ্যালুসিনেশন’র সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেয়া যেতে পারে সিজোফ্রেনিয়া আক্রান্ত ব্যক্তিদের- এমনটাই দাবি করেছেন কিংস কলেজ লন্ডন ও ইউনিভার্সিটি অব রোয়েহ্যাম্পটনের গবেষকরা। জানা যায়, মানুষের কথার জন্য মস্তিষ্কের যে অংশ কাজ করে সেখানে যুক্ত করা গেমে রোগীরা একটি রকেট নামিয়ে আনতে পারছেন। এই সময়ে রোগীরা তাদের দৈনন্দিন জীবনে অলীক কিছু দেখার ক্ষমতা কমাতে শিখেন। -বিবিসি
×