ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে চীফ হুইপের সাক্ষাত

প্রকাশিত: ০৬:২০, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

রাষ্ট্রপতির সঙ্গে চীফ হুইপের সাক্ষাত

জাতীয় সংসদের হুইপদের একটি প্রতিনিধিদল চীফ হুইপ আ স ম ফিরোজ-এর নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বুধবার বিকেলে বাসসকে জানান, দ্বিতীয় মেয়াদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় প্রতিনিধি দলটি রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভিনন্দন জানান। -খবর বাসস’র সাক্ষাতকালে তারা রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফুলের তোড়া দেন। তারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। রাষ্ট্রপতিও এ সময় প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব ও উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ভালবাসা দিবসের নামে ভিনদেশী সংস্কৃতি আমদানি হয়েছে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ১৯৮৩ সালে ১৪ ফেব্রুয়ারি শিক্ষার জন্য আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকে নিহত হয়েছিল। কিন্তু সেই ইতিহাস ভোলানোর জন্য বিশ্ব ভালবাসা দিবস নামে দেশের বাহিরের একটা সংস্কৃতি আমদানি করা হয়েছে। বাংলাদেশের মানুষের ভালবাসার অভাব নেই। ভালবাসা দিবস মানে ফুল ও কার্ড বিক্রির ধান্দা। ভালবাসা দিবসের মধ্যে ব্যবসা ছাড়া অন্য কিছু নেই। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশ থেকে প্রশ্নপত্র ফাঁস করে মেধা ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়ানো এবং সব বিশ্ববিদ্যালয়-কলেজ ক্যাম্পাস গণতন্ত্র প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানানো হয়।
×