ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক পরিবেশ তৈরির আহ্বান ইইউ পার্লামেন্টের

প্রকাশিত: ০৬:১৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক পরিবেশ তৈরির আহ্বান ইইউ পার্লামেন্টের

কূটনৈতিক রিপোর্টার ॥ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্ট। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য আগামী দিনে সকল পক্ষের মধ্যে বিরাজমান প্রতিকূলতা কমিয়ে নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছে ইইউ পার্লামেন্ট। বুধবার ঢাকায় সফররত ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দল এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায়। এদিকে রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার জন্য ইইউ পার্লামেন্টের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ইউরোপীয় পার্লামেন্টের চারটি প্রতিনিধি দল তিনদিন বাংলাদেশ সফর শেষে বুধবার রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন অফিসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখে। এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে মূলবক্তব্য পাঠ করেন ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়া বিভাগের চেয়ারম্যান জিন ল্যাম্বার্ট। সংবাদ সম্মেলনে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত রেনসিয়ে তিয়েরিঙ্ক এবং প্রতিনিধি দলের সদস্য ওয়াল্টার মাসুর উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জিন ল্যাম্বার্ট বলেন, ইউরোপীয় পার্লামেন্ট আশা করে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক হবে। এর জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আগামী দিনে সকল পক্ষের মধ্যে বিরাজমান প্রতিকূলতা কমিয়ে আনতে হবে বলেও তিনি মন্তব্য করেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বন্দীদশার বিষয়ে মন্তব্য জানতে চাইলে জিন ল্যামবার্ট বলেন, এটি একটি জটিল প্রক্রিয়া। বিচারব্যবস্থা নিয়ে কিছু বলা আমাদের এখতিয়ারের মধ্য পড়ে না। খালেদা জিয়ার পার্টি একটি চ্যালেঞ্জের মুখে। আমরা বিষয়টি ইসিতে আলোচনা করেছি। তারা বিষয়টি কেমন করে সামলান সে বিষয়ে কথা হয়েছে, যেন সব দল নির্বাচনে অংশ নেয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, কয়েক বছর ধরেই বাংলাদেশের মানবাধিকার নিয়ে আমরা কথা বলে আসছি। তবে এখনো বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, বিচার বহির্ভূত হত্যাকা-, নারীর প্রতি সহিংসতা অব্যাহত রয়েছে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, ধর্মনিরপেক্ষ লেখক ও ব্লগার, সংখ্যালঘু সম্প্রদায় ও সমকামীদের ওপর নির্যাতন বন্ধের জন্য জন্য তারা আহ্বান জানিয়েছে।
×