ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহিউদ্দিন ছিলেন চট্টগ্রামবাসীর প্রাণের নেতা ॥ আমীর হোসেন আমু

প্রকাশিত: ০৬:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

মহিউদ্দিন ছিলেন চট্টগ্রামবাসীর প্রাণের নেতা ॥ আমীর হোসেন আমু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা চায় না শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মর্যাদাপূর্ণ একটি দেশ হিসেবে পরিচিতি লাভ করুক। তারা চায় শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে দেশকে পিছিয়ে দিতে। যাদের সময় দুর্নীতিতে দেশ পর পর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল আজ তারা আন্দোলনের নামে আবার সন্ত্রাস করার চেষ্টায় লিপ্ত। এদের প্রতিহত করতে হবে। বুধবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী কথাগুলো বলেন। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় তিনি বলেন, মহিউদ্দিন চৌধুরীকে যারা ভুল বুঝেছিলেন নিশ্চয় তার তিরোধানের পর তাদের ভুল ভেঙ্গেছে। তিনি ছিলেন এই চট্টগ্রামের একক নেতা, চট্টগ্রামবাসীর প্রাণের নেতা। তিনি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না, ছিলেন একজন সমাজ সেবক, শিক্ষানুরাগী এবং চট্টগ্রামের অভিভাবক। বক্তব্যে তিনি ভেদাভেদ ও মতভিন্নতা ভুলে চট্টগ্রামে আওয়ামী লীগকে শক্তিশালী অবস্থানে রাখার আহ্বান জানান। তিনি বলেন, পরিস্থিতি ঘোলা না করে শান্তিপূর্ণভাবে সবকিছুর সমাধান করবার মানসিকতা থাকতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন মহিউদ্দিনপুত্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন বাচ্চু, চউক চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এমএ রশিদ, শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান প্রমুখ। সভা পরিচালনা করেন নগর কমিটির প্রচার সম্পাদক সফিকুল ইসলাম ফারুক। মোটরসাইকেল আরোহীর গুলিতে পথচারী ব্যবসায়ী আহত স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় মোটরসাইকেলে ধাক্কা লাগায় মোঃ ওয়াসিম (৩৫) নামে এক পথচারী প্রতিবাদ করায় ওই বেপরোয়া বাইক চালাকের গুলিতে তিনি আহত হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ওয়াসিম গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী। তিনি পুরান ঢাকার গেন্ডারিয়া থানার ধুপখোলা মাঠ এলাকায় একটি বাড়িতে বসবাস করেন। হাসপাতালে গুলিবিদ্ধ আহত ওয়াসিম জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আমি কর্মস্থল সদরঘাট থেকে হেঁটে বাসায় যাচ্ছিলাম। ওই সময়ে বাংলাবাজারের হৃষিদাস লেনে পৌঁছামাত্র একটি মোটরসাইকেলের সঙ্গে আমার ধাক্কা লাগে। তখন মোটরসাইকেল আরোহীকে বলি দেখে গাড়ি চালাতে পারেন না।
×