ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুন্দরী প্রতিযোগিতায় অন্ধ বিচারক!

প্রকাশিত: ০৬:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

সুন্দরী প্রতিযোগিতায় অন্ধ বিচারক!

এক সময় সুন্দরী প্রতিযোগিতায় শুধুমাত্র নারীর বাইরের সৌন্দর্যই দেখা হতো। আজকাল বাহ্যিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে একজন নারীর চিন্তাভাবনা, দর্শন এবং ব্যক্তিত্বও বিবেচনা করা হয় বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে। মিসেস কানাডা গ্লোব প্রেজেন্ট সুন্দরী প্রতিযোগিতার আয়োজকরা বিজয়ী নির্বাচিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন। একজন প্রতিযোগীর মনের সৌন্দর্য খুঁজে বের করতে তারা একজন অন্ধ বিচারক রেখেছেন বিচারক প্যানেলে। অন্ধ এই বিচারকের নাম এ্যাশলে নেমথ। নেমথ বলেন, যখন তার কাছে প্রথম প্রতিযোগিতার বিচারকের আসনে বসার প্রস্তাব এলো, তখন তিনি ঠিক বুঝতে পারছিলেন না যে ঠিক কী করা উচিত? তারপর তিনি ভাবলেন যে, সৌন্দর্য শুধু বাহ্যিক হয় না। আসল সৌন্দর্য হয় মনের। আর সেভাবেই তিনি মিসেস কানাডা গ্লোব প্রেজেন্টের বিজয়ী নির্বাচিত করবেন। মিসেস কানাডা গ্লোব প্রেজেন্টের পরিচালক কিম এ্যাসলে নেমথের ছয় বিচারকের একজন হওয়া নিয়ে ভীষণ উৎসাহী। কিম বলেন, এর মাধ্যমে আমরা যে কোন বয়সী, আকৃতি, রঙ কিংবা প্রতিবন্ধী নারীদের উৎসাহিত করতে চাই। পাশাপাশি তিনি আরও বলেন, এটা সত্যিই একটা দারুণ বিষয় যে মিসেস কানাডা গ্লোব প্রেজেন্ট প্রতিযোগিতার বিচারক হিসেবে এমন একজনকে বেছে নেয়া হয়েছে যিনি দৃষ্টিশক্তিহীন। এতে প্রতিযোগিতায় যিনি সেরা নির্বাচিত হবেন তিনি কোন রকম বাহ্যিক সৌন্দর্যের দ্বারা প্রভাবিত হবেন না। নেমথের চোখের সমস্যা ছেলেবেলা থেকেই। বংশগতভাবেই তার মধ্যে ‘অকুলার অরবিনিজম’ নামের চোখের এই অসুখটি সঞ্চারিত হয়। ধীরে ধীরে কিশোরী বয়সে তিনি পুরোপুরি দৃষ্টিশক্তিহীন হয়ে পড়েন। ৩১ বছর ধরেই নেমথ অন্ধ।-নিউজওয়ার্ল্ড অবলম্বনে
×