ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ বছর দৃশ্যমান হবে রামেবি ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

এ বছর দৃশ্যমান হবে রামেবি ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ এ বছরের মধ্যেই রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (রামেবি) দৃশ্যমান হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার সকালে রাজশাহীর স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান তিনি। তিনি বলেন, রামেবির প্রশাসনিক, একাডেমিক ও হাসপাতাল ভবন নির্মাণে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এখন ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। সেগুলো কাটিয়ে এ বছরের মধ্যেই নির্মাণ শুরু হবে। এর মধ্যে দিয়ে দৃশ্যমান হবে রামেবি। এটি রাজশাহীর মানুষের জন্য সবচেয়ে বড় উপহার। মন্ত্রী বলেন, আগে দেশে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ছিল। আমরা সেটি বৃদ্ধির পরিকল্পনা করি। এটি এখন স্বপ্ন নয়, বাস্তবায়ন হয়েছে। চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দিয়েছি। সিলেটেও পরিকল্পনা আছে। পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে। মোহাম্মদ নাসিম জানান, আগামী বছরের মধ্যেই উত্তরাঞ্চলের স্বাস্থ্য বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠানকে রামেবির অধিভুক্ত করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত কাজ বাস্তবায়ন করতে রামেবিতে ইতোমধ্যে উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। অস্থায়ী ভবনে হলেও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়েছে। রামেবির শিক্ষা ও সেবা কার্যক্রম শুরুর পর উত্তরবঙ্গের কোন মানুষকে চিকিৎসার জন্য ঢাকা যেতে হবে না। রামেক হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রী রাজশাহী ডেন্টাল কলেজ চালু করতে দ্রুত প্রকল্প পরিচালক নিয়োগের ঘোষণা দেন। পাশাপাশি ১৫ কোটি টাকা ব্যয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের একটি চার তলা ভবনকে ১০ তলায় উন্নীত এবং এক কোটি টাকা ব্যয়ে রামেকের ডাঃ কাইছার রহমান মিলনায়তন আধুনিকায়ন করা হবে বলেও জানান তিনি। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠা-ু, রামেক হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা এমপি, রামেবির উপাচার্য ডাঃ মাসুম হাবিব, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান চৌধুরী, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আনিসুর রহমান, রামেকের অধ্যক্ষ ডাঃ আনোয়ার হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
×