ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার রায়ের অনুলিপি এখনও পাননি বিএনপির আইনজীবীরা

প্রকাশিত: ০৫:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

খালেদার রায়ের অনুলিপি এখনও পাননি বিএনপির আইনজীবীরা

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ-ের রায়ের অনুলিপি পাননি বিএনপির আইনজীবীরা। বুধবার বিশেষ জজ আদালত-৫ থেকে এই রায়ের অনুলিপি দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দেয়নি। আজ বৃহস্পতিবার এই অনুলিপি পেতে পারেন বলে জানিয়েছেন আইনজীবীরা। অনুলিপি পেলেই আগামী সপ্তাহে হাইকোর্টে খালেদা আপীল করে জামিনের আবেদন করবেন। এ দিকে মানহানি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর আবেদনটি গ্রহণ করেনি আদালত। ঢাকা মহানগর হাকিম আহসান হাবিবের আদালতে মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর আবেদনটি গ্রহণ করেননি। আগামী ১৪ মার্চ গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিল করার দিন ধার্য করা হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ-ের রায়ের অনুলিপি পাননি বিএনপির আইনজীবীরা। এতে বিএনপির আইনজীবীগণ অনেকটাই হতাশ হয়েছে। বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল হক জনকণ্ঠকে বলেন, বুধবার আমরা রায়ের কপি পাইনি। আশা করছি আজ বৃহস্পতিবার রায়ের কপি পাব। রায়ের কপি পেলেই আগামী রবিবার হাইকোর্টে আপীলের আবেদন করা হবে। এ দিকে ১২ ফেব্রুয়ারি এ তার মামলার ৬৩২ পৃষ্ঠা রায়ের সার্টিফাইড কপি নেয়ার জন্য তিন হাজার পৃষ্ঠার কার্টিজ পেপার আদালতে জমা দিয়েছেন বেগম জিয়ার আইনজীবী। মঙ্গলবার খালেদা জিযার আইনজীবীগণ বলেছিলেন তারা বুধবারে রায়ের সার্টিফাইড কপি পেতে পারেন। কিন্তু বুধবারে পাননি। আবেদন ফেরত ॥ মানহানি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর আবেদনটি গ্রহণ করেনি আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবিবের আদালতে মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর আবেদনটি গ্রহণ করেননি। আগামী ১৪ মার্চ গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিল করার দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য , এ মামলার গ্রেফতার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল বুধবার । এর আগে, গত বছরের ১২ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম নুর নবী। এরপর গ্রেফতার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১২ নবেম্বর দিন ধার্য করেন আদালত। ১২ নবেম্বর গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিল না করায় ১৪ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। ১৪ জানুয়ারি গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিল না করায় ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
×