ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি২০ আজ

প্রকাশিত: ০৫:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি২০ আজ

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টি২০ সিরিজ শুরু হচ্ছে আজ। আজ প্রথম টি২০ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচটি শেষে ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একই সময়ে দ্বিতীয় টি২০ ম্যাচ শুরু হবে। এর আগে দুই দল ত্রিদেশীয় সিরিজ খেলে। তাতে বাজিমাত করে শ্রীলঙ্কা। ফাইনালে বাংলাদেশকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা। দুই ম্যাচের টেস্ট সিরিজেও শ্রীলঙ্কার জয়জয়কার। প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় টেস্টে হারে বাংলাদেশ। টেস্ট সিরিজ হারে বাংলাদেশ। এখন দুই দলের মধ্যকার স্বল্প ওভারের ম্যাচের সিরিজে খেলতে নামার অপেক্ষা। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি২০ ম্যাচে হেরেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের মাটিতে এমনকি শ্রীলঙ্কার মাটিতে দুই দলের মধ্যকার শেষ লড়াইয়ে বাংলাদেশ জিতেছে। এ দুই টি২০ ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে বাংলাদেশ। এছাড়া সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে। টি২০ ক্রিকেটে বাংলাদেশ খুব একটা ভাল দল নয়। এখন পর্যন্ত এ ফরমেটে নিজেদের মেলে ধরতে পারেনি। এ ফরমেটে বাংলাদেশ দুর্বল দলই বলা চলে। এখন পর্যন্ত ৬৯ টি২০ ম্যাচ খেলে ২১টিতে জিতেছে বাংলাদেশ। ৪৬টিতে হেরেছে। ২টি ম্যাচের রেজাল্ট হয়নি। হারজিতের হার ৩১ শতাংশ। যেখানে শ্রীলঙ্কার হার-জিতের হার ৫১ শতাংশ। শ্রীলঙ্কা এখন পর্যন্ত ১০২টি টি২০ খেলে ৫১টিতে জিতেছে। ৪৯টিতে হেরেছে। ১টি ম্যাচ টাই হয়েছে। ১টি ম্যাচের রেজাল্ট হয়নি। শেষ ১০টি টি২০ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জিততে পেরেছে বাংলাদেশ। সেখানে গত বছর এপ্রিলে বাংলাদেশের কাছে নিজ মাটিতে টি২০তে হারের পর টানা ৭টি টি২০তে হেরেছে শ্রীলঙ্কা। বোঝাই যাচ্ছে, শেষ ম্যাচগুলোর হিসেবে দুই দলের কাহিল অবস্থা। তবে এবার খেলাটি বাংলাদেশের মাটিতে। তাতে করে বাংলাদেশ আবারও শ্রীলঙ্কাকে হারিয়ে দিতেও পারে। সিরিজের হিসেবে অবশ্য বাংলাদেশের খুবই বেগতিক অবস্থা। কোন দলের বিপক্ষে দুই ম্যাচের দ্বিপক্ষীয় টি২০ সিরিজে এখন পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। কোন টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে তো দুই ম্যাচের টি২০ সিরিজে জেতার কোন ইতিহাসই নেই। ২৩টি দ্বিপক্ষীয় টি২০ সিরিজ খেলে মাত্র চারটি টি২০ সিরিজে জিততে পেরেছে। তাও দুই ম্যাচের কোন সিরিজে নয়, তিন ম্যাচের এক সিরিজে; টেস্ট খেলুড়ে দল ছিল না আবার সেটি। প্রতিপক্ষ আয়ারল্যান্ড ছিল। ২০০৬ সালে টি২০ খেলা শুরু করে দল। প্রথম এক ম্যাচের সিরিজেই জিম্বাবুইয়েকে হারানো দিয়ে শুরু হয়। এরপর পাঁচ বছর অতিক্রম করার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচের সিরিজে জিতে। ২০১২ সালে আয়ারল্যান্ডকে সিরিজে হারানোর তিন বছর পর পাকিস্তানকে এক ম্যাচের সিরিজে হারায় বাংলাদেশ। এরপর আর কোন সিরিজে জিততে পারেনি বাংলাদেশ। ২০১৫ সালে পাকিস্তানকে হারানোর পর ৬টি টি২০ সিরিজ খেলে বাংলাদেশ। তিনটিতে হারে। তিনটিতে ড্র করে। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজে ড্র করার সঙ্গে জিম্বাবুইয়ের বিপক্ষে দুটি সিরিজে ড্র করে বাংলাদেশ। টি২০তে খুবই খারাপ অবস্থা বাংলাদেশের। দেশের মাটিতে ১০টি দ্বিপক্ষীয় টি২০ সিরিজ খেলে তিনটি সিরিজে জিতে বাংলাদেশ। তিনটিই এক ম্যাচের টি২০ সিরিজ ছিল। জিম্বাবুইয়ের বিপক্ষে দুটি সিরিজ ড্র করে। আর পাঁচটি সিরিজ হারে। দেশের মাটিতে ২৮টি টি২০ খেলে ১১টিতে জিতে বাংলাদেশ। দেশের মাটিতে শেষ পাঁচটি টি২০র মধ্যে তিনটিতেই জিতে বাংলাদেশ। দেশের মাটিতে অবস্থা ভাল। তবে ২০১৬ সালের মার্চে এশিয়া কাপ টি২০ ফাইনালে ভারতের বিপক্ষে লড়াই করার পর দেশের মাটিতে আর কোন টি২০ আন্তর্জাতিক ম্যাচই খেলেনি বাংলাদেশ। বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কার অবস্থা খুবই ভাল। এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে ১২টি টি২০ খেলে ৮টিতে জিতেছে শ্রীলঙ্কা। ২০১৬ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে খেলে শ্রীলঙ্কা। এশিয়া কাপ টি২০তে টানা তিনটি ম্যাচই হারে। তবে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ খেলে দুটিতেই জিতে শ্রীলঙ্কা। সর্বশেষ ম্যাচটিতে অবশ্য হারে। আর এই ম্যাচে জেতার প্রেরণাই এখন বাংলাদেশের সামনে পুঁজি। সেই পুঁজি নিয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি২০ দিয়ে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলাও শুরু করবে বাংলাদেশ।
×