ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খালেদাকে ষড়যন্ত্র করে কারাগারে রাখা যাবে না ॥ ফখরুল

পুলিশের অনুরোধে তিন ঘণ্টা আগে বিএনপির অনশন ভঙ্গ

প্রকাশিত: ০৫:৫২, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

পুলিশের অনুরোধে তিন ঘণ্টা আগে বিএনপির অনশন ভঙ্গ

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজার রায়ের পর কারাগারে বন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ ঘণ্টা অনশন কর্মসূচী পালন করেছে বিএনপি। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে বিএনপির নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বিএনপি নেতাদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। এর আগে অনশন ভাঙ্গার ঘোষণা দেয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের বাইরে রাখতেই খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাদ- দেয়া হয়েছে? বর্তমান সরকার আবারও একটি পাতানো নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু খালেদা জিয়াকে ছাড়া এ দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। আর খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে কারাবন্দী রাখা যাবে না। আইনগতভাবেই মুক্ত হয়েই আগামী নির্বাচনে তিনি অংশ নেবেন। তিনি আরও বলেন, আমাদের অনশন কর্মসূচী বিকেল ৪টা পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অনুরোধে আমরা এটা ১টা পর্যন্ত করেছি। আমরা এই অনশন কর্মসূচী থেকে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি এবং সব ধরনের নির্যাতনমূলক কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সকাল ১০টা বাজার সঙ্গে সঙ্গে কোরান তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় বিএনপির অনশন। এতে ২০ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতারাও অংশ নেন।
×