ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আঁখি আলমগীরের ‘দুঃখ কোথারে’

প্রকাশিত: ০৪:১১, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

আঁখি আলমগীরের ‘দুঃখ কোথারে’

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। কিছু জনপ্রিয় গান গেয়ে অসংখ্য ভক্তদের মাতিয়েছেন। এবার তিনি নতুন একটি গান নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন। ‘দুঃখ কোথারে’ এই গানটির কথা লিখেছেন প্রবাসী লেখক সুজন বড়ুয়া সাইম। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়। সম্প্রতি রাজধানীর উত্তরায় গানটির গল্প নির্ভর মিউজিক ভিডিওর শূটিং হয়েছে। এতে অভিনয় করেছেন মুশফিক খান আলিফ, সোমা ও সুজন বড়ুয়া সাইম। এটি পরিচালনা করেছেন খান মাহী। একজন লেখকের প্রেমের গল্প নিয়েই মিউজিক ভিডিওর কাহিনী এগিয়েছে। গানের কথামালার সঙ্গে গল্পটি এগিয়ে যায়। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, গানটির সুর ও কথা শুনে আমি মুগ্ধ হয়েছি। গতানুগতিক ধারার বাইরে কাজটি করতে পেরে আমার বেশ ভাল লেগেছে। শ্রোতারা আমার নতুন গান পছন্দ করবেন আশা করছি। এ প্রসঙ্গে শাহরিয়ার রাফাত বলেন, আঁখি আলমগীর আপা যে ধরনের গান করে থাকেন এটি তার চেয়ে অনেকটা ভিন্ন। আর সুজন বড়ুয়া সাইম দাদা অসাধারণ লিখেছেন। এই গানটি দীর্ঘদিন মানুষের হৃদয়ে গেঁথে থাকবে বলে আমার বিশ্বাস। সুজন বড়ুয়া সায়েম বলেন, দীর্ঘদিন ধরেই লেখালেখির সঙ্গে যুক্ত আছি। আমার লেখা কবিতার বইও বের হয়েছে। অনেক গান লিখেছি। তবে সেই গান প্রথমবারের মতো সুর-সঙ্গীতে এবার শ্রোতারা শুনতে পাবেন এটা ভেবে খুব ভাল লাগছে। আর এজন্য আমি রাফাতকে ধন্যবাদ দিতে চাই। তিনি আমার গান নিয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। গানটি সবার ভাল লাগলে আমাদের কষ্ট সফল হয়েছে বলে মনে করব। বাকিটা শ্রোতারা বিচার করবেন।
×