ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে শ্রেষ্ঠ নাট্য পরিচালকের এ্যাওয়ার্ড পেলেন অনিক

প্রকাশিত: ০৪:১০, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

ভারতে শ্রেষ্ঠ নাট্য পরিচালকের এ্যাওয়ার্ড পেলেন অনিক

স্টাফ রিপোর্টার ॥ অল ইন্ডিয়া কালচারাল এ্যাসোসিয়েশনের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে বাংলাদেশের চন্দ্রকলা থিয়েটার তাদের দুটি প্রযোজনা ‘পরম্পরা’ ও ‘তামাশা’ নাটক নিয়ে অংশগ্রহণ করে। দুটি প্রযোজনা নিয়ে গত ২৩ জানুয়ারি ভারতের দিল্লীতে সফর করে চন্দ্রকলা। সেখানে ভারতের অল ইন্ডিয়া কালচারাল এ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ বাংলাদেশের তরুণ নাট্যকার, নির্দেশক ও অভিনেতা এইচ আর অনিককে এশিয়ার শ্রেষ্ঠ নাট্য পরিচালকের এ্যাওয়ার্ড প্রদান করে। অনুষ্ঠানে অনিকের হাতে ‘বেস্ট ড্রামা ডিরেক্টর ইন এশিয়া’ এ্যাওয়ার্ড তুলে দেন স্থানীয় মেয়র ড. উমেশ গৌতম, সেন্ট্রাল মিনিস্টার সানতোশ গ্যাংওয়ার, ক্যাবিনেট মিনিস্টার রাজেশ আগারওয়াল ও ধারাম পাল সিং প্রমুখ। ওই ফেস্টিভ্যালে বাংলাদেশের চন্দ্রকলা থিয়েটার ছাড়াও ইরান, স্লোভাকিয়া, শ্রীলঙ্কা, ভারত ও ইংল্যান্ডের নাট্যদল ওই নাট্যোৎসবে অংশগ্রহণ করে। সেখানে চন্দ্রকলা থিয়েটারের জনপ্রিয় মৌলিক হাসির নাটক ‘তামাশা’ ছাড়াও নতুন নাটক ‘পরম্পরা’ মঞ্চায়ন করা হয়। দুটি নাটকই রচনা ও নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। এবারসহ চন্দ্রকলা থিয়েটার মোট ৮ বার অল ইন্ডিয়া কালচারাল এ্যাসোসিয়েশনের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল অংশগ্রহণ করল। এর আগে অল ইন্ডিয়া কালচারাল এ্যাসোসিয়েশন ২০১৬ সালে কালচারাল এ্যাম্বাসেডর ঘোষণা এবং ২০১৭ সালে এইচ আর অনিককে আজীবন সম্মাননা প্রদান করেন। এ প্রসঙ্গে এইচ আর অনিক বলেন, অল ইন্ডিয়া কালচারাল এ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ আমাকে এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ নাট্য পরিচালকের এ্যাওয়ার্ড প্রদান করেছে। বিষয়টি আমার জন্য খুব গর্বের ও আনন্দের। আমি বিশ্বাস করি নিষ্ঠা ও সততার সঙ্গে যে কোন কাজ করলে তার স্বীকৃতি আসবেই। প্রত্যেকটি স্বীকৃতি আমার কাজের গতিকে আরও বেগবান করতে সাহায্য করে আমার কাজের প্রতি দায়বদ্ধতাকেও কয়েকগুণ বাড়িয়ে দেয়।
×