ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তে দলে মিঠুন

রিয়াদ মনে করছেন খেলবেন তামিম-মুশফিক!

প্রকাশিত: ০৪:০৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

রিয়াদ মনে করছেন খেলবেন তামিম-মুশফিক!

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজ শুরু আজ। মাত্র দুই ম্যাচের এ সিরিজের প্রথম ম্যাচেই নির্ভরযোগ্য দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহীমের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বুধবার অনুশীলনের সময় মুশফিক এবং মঙ্গলবার তামিম চোট পেয়েছেন। মুশফিক কব্জিতে আঘাত পান আর তামিমের হাতের মাংসপেশিতে টান লেগেছে। তবে আজ ম্যাচের আগ পর্যন্ত তাদের অপেক্ষায় থাকবে বাংলাদেশ দল। শেষ পর্যন্ত দু’জনের কেউ খেলতে না পারলে একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন উইকেটরক্ষক ওপেনার মোহাম্মদ মিঠুন। শেষ মুহূর্তে তাকে জাতীয় দলের অনুশীলনে ডাকা হয় তামিম-মুশফিক চোট পাওয়াতে। তিন ফরমেট মিলিয়ে এক ভেন্যুতে সর্বাধিক রান করার বিশ্বরেকর্ড আগেই গড়েছেন তামিম। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিনি ওয়ানডে, টেস্ট ও টি২০ এ তিন ফরমেটে মোট ১০৬ ম্যাচ খেলে ৩৩.৯৪ গড়ে করেছেন ৩৯৩৮ রান। আর ৬২ রান হলেই তিন ফরমেট মিলিয়ে নির্দিষ্ট ভেন্যুতে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। এ তালিকায় দুই নম্বরে তিন ফরমেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৩৮.২৩ গড়ে ১০৯ ম্যাচে ৩৯০০ রান করে। তৃতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তিন ফরমেট মিলিয়ে ৫৭ ম্যাচ খেলে ৫৬.৮৩ গড়ে করেছেন ৩৪৬৭ রান। বাংলাদেশের পক্ষে টি২০ ক্রিকেটে সর্বাধিক ১২২৩ রান করেছেন সাকিব। তিনি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে চোট পেয়ে টেস্ট সিরিজ খেলতে পারেননি। টি২০ সিরিজেও খেলতে পারবেন না। এবার তার সঙ্গে যোগ হয়েছেন তামিম। অনুশীলনের সময় হাতের বাইসেপসে টান লাগে তার। এ কারণে আজ প্রথম টি২০ ম্যাচেই খেলতে পারবেন কিনা তা নিয়ে আছে সংশয়। এ ফরমেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বাধিক ১২০২ রান করেছেন তিনি। এমনকি মুশফিকের খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছে। তিনি কব্জিতে আঘাত পেয়েছেন। যদিও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, ‘দু’জনেরই খেলার সম্ভাবনা আছে, মুশফিকের সম্ভাবনা অনেক। গতকাল (মঙ্গলবার) হঠাৎ তামিম বাইসেপসে (হাতের পেশি) কিছুটা টান অনুভব করে। ওর জন্য আমরা একাদশ ঘোষণার অপেক্ষায় আছি। পাশাপাশি মুশফিকুর রহীমের ব্যাপারটাও আছে। আশা করছি ওদের দু’জনকেই কালকের ম্যাচে পাব। আমরা অপেক্ষা করছি।’ এক ম্যাচে সাকিব, তামিম ও মুশফিক এই তিন ক্রিকেটারকে ছাড়া খেলার ঘটনা তাদের অভিষেকের পর থেকে দেখা যায়নি। এবার সেই শঙ্কা দেখা দিয়েছে। তাই শেষ মুহূর্তে বদলি হিসেবে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য মুশফিকের চোট অতটা গুরুতর নয়। তাই মুশফিককে নিয়ে বেশি আশাবাদী অধিনায়ক, ‘মুশফিক কব্জিতে চোট পেয়েছে। আশা করছি সুস্থ হয়ে উঠবে। খেলার সম্ভাবনা অনেক।’ তবে মিঠুনকে নেয়া হয়েছে তামিম ও মুশফিক দু’জনেই খেলতে না পারলে সৌম্য সরকারের সঙ্গে ইনিংস উদ্বোধনের জন্য এবং উইকেটরক্ষকের ভূমিকা পালনের জন্য। বিপিএলে ভাল খেলার সুবাদে ত্রিদেশীয় সিরিজের দলে ছিলেন তিনি। তবে শুধু ফাইনালে খেলার সুযোগ পেয়েছিলেন। বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে ১১৭.৫০ স্ট্রাইক রেটে ৩২৯ রান করে নির্বাচকদের নজর কাড়েন তিনি। এছাড়া জাতীয় দলের জার্সিতে ২৮ বছর বয়সী টপঅর্ডার ডানহাতি মাত্র ৩ ওয়ানডে ও ১২ টি২০ খেলেছেন। তৃতীয় বিভাগ ফুটবল লীগের ফল স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চলমান ‘সাইফ পাওয়ার ব্যাটারি তৃতীয় বিভাগ ফুটবল লীগে’ বুধবারের খেলায় লালবাগ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে কল্লোল সংঘকে এবং সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড যুব দল একই ব্যবধানে ফকিরেরপুল সূর্যতরুণ সংঘকে হারায়।
×