ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু কেভিতোভা-স্টোসারের

প্রকাশিত: ০৪:০৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

জয় দিয়ে শুরু কেভিতোভা-স্টোসারের

স্পোর্টস রিপোর্টার ॥ কাতার ওপেনে দুর্দান্ত শুরু করেছেন পেত্রা কেভিতোভা, জোহানা কন্টা, এ্যালিজ কোর্নেট, ক্রিস্টিনা মাদেনোভিচ, মেডিসন কেইস এবং সামান্থা স্টোসার। মঙ্গলবার দারুণ জয়েই দ্বিতীয়পর্বে জায়গা করে নিয়েছেন তারা। এদিন তৃতীয়পর্বের টিকেট কেটেছেন গারবিন মুগুরুজাও। স্প্যানিশ টেনিস তারকা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চীনের দুয়ান ইংকে পরাজিত করেন। ডব্লিউটিএ ইভেন্টগুলোর মধ্যে কাতার ওপেন অন্যতম। বিশ্ব টেনিসের সব শীর্ষ তারকারাই অংশ নেন এই টুর্নামেন্টে। এবারও তার ব্যতিক্রম নয়। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশ তারকা খেলোয়াড়ের নয়জনই খেলছেন এবার। মঙ্গলবার প্রথমদিনে কোর্টে নেমেছিলেন কেভিতোভা-কন্টা-মুগুরুজারা। ২০১৬ সালের শেষের দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছিলেন পেত্রা কেভিতোভা। এরপর তার টেনিসে ফেরা নিয়েই সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। তবে সব সংশয় উড়িয়ে দিয়েই কোর্টে ফেরেন দুইবারের উইম্বলডন জয়ী। কাতার ওপেনের শুরুটাও দারুণভাবে করেছেন কেভিতোভা। প্রথম রাউন্ডের ম্যাচে তার প্রতিপক্ষ ছিলেন তরুস্কের কাগলা বুকাক্যাসি। অখ্যাত এই খেলোয়াড়ের বিপক্ষে খুব সহজেই জয় পেয়েছেন তিনি। কেভিতোভা এদিন ৬-০ এবং ৬-৩ গেমে সরাসরি সেটে পরাজিত করেন বুকাক্যাসিকে। প্রথম সেট জিততে তার সময় লাগে মাত্র ১৯ মিনিট। সবমিলিয়ে এক ঘণ্টারও কম সময়ে ম্যাচটা জিতে দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন তিনি। একদিন আগে কাতার পৌঁছেই জয় দিয়ে মিশন শুরু করেছেন কেভিতোভা। তাতে চেক তারকাও দারুণ রোমাঞ্চিত। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আপনারা হয়তো জানেন, গতকালকেই এখানে এসে পৌঁছি, তবে এখানে এসে মনে হয় না যে খুব বেশি টেনিস নিয়ে চিন্তা করতে পেরেছি। যে কারণেই স্বস্তিতে খেলতে পেরেছি। এমনকি রোদ এবং প্রচ- বাতাসের মধ্যেও খেলেছি, বুঝতেই পারিনি যে আমি কোথায়?’ কেভিতোভা এ সময় আরও বলেন, ‘আমি মনে করি, এখনও অগ্রগতি করছি। আমার হাত এখন পুরোপুরি কাজে লাগাতে পারছি, তবে স্পষ্টই কোর্টে এবং কোর্টের বাইরে কঠোর পরিশ্রম করছি। সর্বোপরি নিজেকে নিয়ে আমি খুবই খুশি।’ দ্বিতীয়পর্বেই অগ্নিপরীক্ষা কেভিতোভার। কেননা, সেখানে প্রতিপক্ষ হিসেবে পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে পেয়েছেন তিনি। সেই লড়াইটা যে কঠিন হবে তা অনুমিতই। কেভিতোভা খুব সহজে দ্বিতীয় রাউন্ডের টিকেট কাটলে খুব কষ্টে প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন জোহানা কন্টা। গ্রেট ব্রিটেনের টেনিস তারকা এদিন ৭-৬ (৭/৫) এবং ৬-১ গেমে পরাজিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বার্নার্ডা পেরাকে। সেই সঙ্গে গত মাসেই মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে হারের প্রতিশোধটাও নিয়ে নিলেন তিনি। এ প্রসঙ্গে ম্যাচের শেষে কেভিতোভা বলেন, ‘তার বিপক্ষে খেলে আমি সত্যিই খুব রোমাঞ্চিত। তার বিপক্ষে খেলাটাকে আমি চ্যালেঞ্জ হিসেবেই দেখছিলাম। তবে এই ম্যাচের আগে নিজের ওপর আত্মবিশ্বাসী ছিলাম। অস্ট্রেলিয়ান ওপেনে তার কাছে হারের পর এটাকে আমার সুযোগ হিসেবেই নিয়েছিলাম।’ দিনের অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার ৬-৪, ৬-২ গেমে পরাজিত করেন রোমানিয়ার ইরিনা ক্যামেলিয়া বেগুকে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্পেনের চতুর্থ বাছাই গারবিন মুগুরুজা ৬-৩ ও ৬-৪ গেমে হারান চীনের দুয়ান ইংকে। এদিকে বুধবার এই টুর্নামেন্টে খেলতে নামেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি। গত মাসেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। মেলবোর্নের পর কাতার ওপেন তার দ্বিতীয় টুর্নামেন্ট। মাঝে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালিস্ট সিমোনা হ্যালেপও বুধবার কাতার ওপেনের মিশন শুরু করেন। অস্ট্রেলিয়ান ওপেনে হারলেও মেলবোর্নের সৌন্দর্য মুগ্ধ করেছে রোমানিয়ান টেনিস তারকাকে।
×