ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ব্রাজিল’ প্রকাশনা উৎসবে তামিম-মাশরাফিদের অন্যরকম আড্ডা

প্রকাশিত: ০৪:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

‘ব্রাজিল’ প্রকাশনা উৎসবে তামিম-মাশরাফিদের অন্যরকম আড্ডা

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আমেরিকার সবচেয়ে বৃহৎ দেশ ব্রাজিল। দেশটিকে বাংলাদেশের মানুষ চেনে মূলত এর ফুটবল সংস্কৃতির মাধ্যমেই। এছাড়াও ঐতিহাসিক ‘সাম্বা নৃত্য’ আর বিখ্যাত ও সর্ববৃহৎ ‘আমাজন’ জঙ্গলের কারণে। ২০১৬ সালে এই দেশের রাজধানী রিও ডি জেনিরো ছিল সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক। বাংলাদেশের স্বনামধন্য একটি সংবাদপত্রের ক্রীড়া সম্পাদক সাইদ জামান সে সময় রিও সফর করেছেন। সেই স্মৃতিচারণ থেকেই ভ্রমণকাহিনীমূলক সাহিত্য ‘ব্রাজিল’ নামে একটি বই রচনা করেছেন। বুধবার দুপুরে সাকিব কনভেনশন হলে বইটির প্রকাশনা অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীমসহ জাতীয় দলের সব ক্রিকেটার। ‘ব্রাজিল’ নামের বইটিতে মূলত দেশটির মানুষের মধ্যে ফুটবল নিয়ে যে সংস্কৃতি, দেশের বিভিন্ন আকর্ষণীয় স্থাপনা, অঞ্চল, ইতিহাস ও ঐতিহ্য বর্ণনা করা হয়েছে। সাইদ যখন অলিম্পিক কাভারে ব্রাজিল ভ্রমণ করেন সে সময়ের অভিজ্ঞতা নিয়েই বইটি লেখেন। বইটি বাংলা প্রকাশ নামের প্রকাশনা সংস্থা থেকে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই চলমান একুশে বইমেলার ৭ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে। প্রকাশনা অনুষ্ঠানে ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মী ও ক্রীড়া সম্পাদকরা। এছাড়া কোচ জালাল আহমেদ চৌধুরী, বাংলা প্রকাশের সিইও রহিম শাহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাবৃন্দ, জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আর বই প্রকাশনা অনুষ্ঠানকে জমিয়ে তোলেন দুই ক্রিকেটার মাশরাফি ও তামিম। পেলে-রোনাল্ডোর ফুটবলের দেশ ব্রাজিল, তাই তারা ফুটবল নিয়ে তর্কেও জড়িয়ে পড়েন। মাশরাফি আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত ও সমর্থক আর তামিম ব্রাজিলের। এ কারণেই বাংলাদেশের সাধারণ জনগণ এ দুটি দেশের ফুটবল নিয়ে যেমন আলোচনা, বিতর্কে লিপ্ত থাকেন- প্রকাশনা উৎসবে তেমনি এ দুই অন্যতম ক্রিকেটার বিতর্ক করেন।
×