ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেসিকে আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতির অনুরোধ

‘বার্সিলোনার হয়ে কম ম্যাচ খেলো’

প্রকাশিত: ০৪:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

‘বার্সিলোনার হয়ে কম ম্যাচ খেলো’

স্পোর্টস রিপোর্টার ॥ ক্লাব বার্সিলোনার হয়ে একের পর এক ম্যাচ খেলে থাকেন সুপারস্টার লিওনেল মেসি। যে কারণে জাতীয় দল আর্জেন্টিনার হয়ে খেলায় বাজে প্রভাব পড়ে থাকে। এমন মনে করছে স্বয়ং মেসির দেশ আর্জেন্টিনা। তাইতো বার্সার হয়ে মেসিকে কম খেলার অনুরোধ জানিয়েছে দিয়াগো ম্যারাডোনার দেশ। বার্সার হয়ে কম ম্যাচ খেলার ব্যাপারে মেসির সঙ্গে আলোচনা করেছেন আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ক্লডিও টাপিয়া। ২০১৮ বিশ^কাপ সামনে রেখে নিজেকে চাপমুক্ত রাখার জন্য মেসিকে এই পরামর্শ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে টাপিয়া বলেন, এই মুহূর্তে খেলোয়াড়রা যে পর্যায়ে আছে আমি আশা করব রাশিয়া বিশ্বকাপের আগেও তারা একইরকম থাকবে। এই মুহূর্তে সার্জিও এ্যাগুয়েরো দারুণ ফর্মে আছে। মেসিতো সবসময়ই নিজের মানকে ধরে রেখেছে। এটা একজন পরিচালক ও কোচিং স্টাফদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মেসিকে নিজের প্রতি যতœবান হওয়ার অনুরোধ জানিয়েছি। আর এর একমাত্র সমাধান হচ্ছে বার্সিলোনার হয়ে নিজের ওপর চাপ কম নেয়া। রাশিয়া বিশ্বকাপের অংশ হিসেবে জুনে কাতালোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একটি প্রীতি ম্যাচ খেলার কথা আছে বলে টাপিয়া ইঙ্গিত দিয়েছেন। এবারের মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় ৩৯ ম্যাচের মধ্যে ৩৩টিতেই বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে মেসিকে মূল একাদশে খেলিয়েছেন। কিংস কাপের তিনটি ম্যাচে শুধু মেসি মূল একাদশে ছিলেন না। টাপিয়ার এই পরামর্শ স্বাভাবিকভাবেই খুব একটা ভাল চোখে দেখবেন না বার্সা বস। কেননা গত ৪ ফেব্রুয়ারি এস্পানিওলের বিপক্ষে লীগ ম্যাচে ভালভার্ডে প্রথমবারের মতো মেসিকে মূল একাদশ থেকে বিশ্রাম দিয়েছিলেন। কিন্তু ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে কোনরকমে পরাজয়ের হাত থেকে রক্ষা পায় কাতালানরা।
×