ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হকির সঙ্গে সম্পর্কের নবায়ন

প্রকাশিত: ০৪:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

হকির সঙ্গে সম্পর্কের নবায়ন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সঙ্গে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামটি যেন সমার্থক হয়ে গেছে। হওয়ার কারণও আছে। কেননা গ্রিন ডেল্টা গত ৩৩ বছর ধরেই পৃষ্ঠপোষকতা করে আসছে বাহফেকে। শুধু প্রিমিয়ার ডিভিশন হকি লীগই নয়, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ লীগেও নিয়মিত স্পন্সর করে থাকে স্পন্সর প্রতিষ্ঠানটি। বাহফের সঙ্গে তাদের সম্পর্কটা যেন হয়ে গেছে আত্মিক। এই সম্পর্কটাকে আরেকবার নবায়ন করে নিল দুই পক্ষ। সেটা আপাতত আগামী তিন বছরের জন্য। বুধবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে বাহফে ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাহফের পক্ষে সভাপতি এয়ার চীফ মার্শাল আবু এসরার এবং গ্রিন ডেল্টার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাহফের সাধারণ সম্পাদক আবদুস সাদেক এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির আহমেদ চৌধুরী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শুরুতে বক্তব্য রাখেন আবদুস সাদেক। তিনি বলেন, ‘৩৩ বছর ধরে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স আমাদের পৃষ্ঠপোষকতা করে আসছে। গত বছর ক্লাবগুলো খেলতে রাজি না হওয়ায় লীগ আয়োজন করা যায়নি। আমরা ইতোমধ্যে জেলা পর্যায়ে লীগ শুরু করে দিয়েছি। চট্টগ্রাম, নাটোর ও রাজশাহীতে লীগ হয়ে গেছে। মাঠের অভাবে সারাদেশে হকি খেলা চালু করা যাচ্ছে না। আমরা পাইওনিয়ার ডিভিশন লীগও চালু করতে চাই। হকিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে বিকেএসপিসহ দেশের কয়েকটি স্থানে টার্ফ বসানোর পরিকল্পনা রয়েছে আমাদের। এ ব্যাপারে ইতোমধ্যে আমরা সংসদীয় কমিটিতে বক্তব্য রেখেছি। এশিয়ার মধ্যে আমাদের অবস্থান ষষ্ঠ। আমরা খুব শীঘ্রই চতুর্থ স্থানে যেতে চাই। নাসির আহমেদ চৌধুরী বলেন, ‘শুরুর দিকে হকিকে পৃষ্ঠপোষকতা করার জন্য আমাকে তীব্র সমালোচিত হতে হয়েছে। ওই সময়ে ফুটবলে স্পন্সর করার জন্য অনেক চাপ ছিল। কিন্তু আমি কারও কথায় কান দিইনি। কারণ আমি হকিকে অনেক ভালবাসি। হকি আমার রক্তে মিশে গেছে। এ জন্য আমি গর্বিত। আগামীতেও আমরা হকির পাশে থাকব।’ আবু এসরার বলেন, ‘গ্রিন ডেল্টার সঙ্গে হকি ফেডারেশনের সম্পর্ক দীর্ঘদিনের। সেই ১৯৮৫ সাল থেকে হকির লীগ আয়োজনে পৃষ্ঠপোষকতা করে আসছে গ্রিন ডেল্টা। আশাকরি এই সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে। আজ আবার আগামী তিন বছরের জন্য চুক্তি হচ্ছে। তবে আশা করব এই চুক্তি বারবার নবায়ন হবে। আগামী ২৭-২৯ মার্চ প্রিমিয়ার লীগ হকির দলবদল হচ্ছে। এপ্রিলে প্রিমিয়ার হকি লীগ আয়োজন করতে পারব। নতুন এ্যাডহক কমিটি গত মাসে দায়িত্ব নিয়েছে। সুষ্ঠুভাবে লীগ আয়োজনে ক্লাব ও খেলোয়াড়দের আন্তরিক সহযোগিতা চাই।’ ফারজানা চৌধুরী জানান, চুক্তি অনুযায়ী আগামী তিন বছর বাংলাদেশ হকি ফেডারেশনকে এক কোটি টাকা দিবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। প্রথমবারের মতো গঠিত বাংলাদেশ জাতীয় মহিলা হকি দলও এই চুক্তির সুবিধা পাবে। এছাড়া জাতীয় দলের হকি খেলোয়াড়দের আগামী এক বছরের জন্য বীমার আওতায় এনেছে গ্রিন ডেল্টা। যা প্রতি বছর নবায়নযোগ্য। প্রতি খেলোয়াড় বছরে ৩ লাখ টাকার বীমার সুবিধা পাবেন। এ সংক্রান্ত কাগজপত্রও তুলে দেয়া হয় বাংলাদেশ হকি দলের অধিনায়ক মামুনুর রহমান চয়নের হাতে।
×