ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লীগ চ্যাম্পিয়ন ট্রফি বুঝে পেল মেরিনার্স

প্রকাশিত: ০৪:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

লীগ চ্যাম্পিয়ন ট্রফি বুঝে পেল মেরিনার্স

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই বছর আগে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ চ্যাম্পিয়ন ট্রফিটি বুঝে পেল ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। ২০১৬ সালের প্রিমিয়ার ডিভিশন হকি লীগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি আবু ইসরার। ওই আসরে রানার্সআপ হয়েছিল ঊষা ক্রীড়াচক্র। ওই লীগের সেরা গোলদাতা (৩৭ গোল) হিসেবে ১০ হাজার টাকার প্রাইজমানি পেয়েছেন মোহামেডান স্পোর্টিংয়ের ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি। জিমি অবশ্য ভাঙ্গতে পারেননি ঊষার হয়ে ক্যারিয়ার গড়া সাবেক তারকা ফরোয়ার্ড রফিকুল ইসলাম কামালের ১৯৯৬ সালের লীগে করা ৪০ গোলের রেকর্ডটি। জিমি অনুপস্থিত থাকায় তার ভাই রাকিন মাহমুদ প্রাইজমানি গ্রহণ করেন। এদিন হকি ফেডারেশনের সভাপতির হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন হকি ফেডারেশনের সহ-সভাপতি একেএম মমিনুল হক সাঈদ। ২০১৬ সালে লীগের শিরোপা নির্ধারণী ম্যাচে মেরিনারের দরকার ছিল ড্র, আর জেতার বিকল্প ছিল না ঊষার। লীগের (সুপার সিক্সের শেষ ম্যাচ) ‘অলিখিত ফাইনালে’ ড্র নয়, ঊষাকে ৩-২ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল মেরিনার্স। প্রথমবারের মতো লীগ শিরোপা জিতে ইতিহাস গড়ে মেরিনার্স। ঘরোয়া হকিতে এর আগে তারা কখনই কোন শিরোপা জেতেনি। কেবল ২০০৩ সালে রানার্সআপ হয়েছিল ক্লাব কাপ হকিতে। প্রিমিয়ার লীগে মেরিনার দু’বার রানার্সআপ হয়েছিল ২০০৬ ও ২০১০ সালে। ১৯৭২ সালে জন্ম হয় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের। খেলাধুলার পাশাপাশি ক্লাবটি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও সম্পৃক্ত হয়ে প্রশংসিত। হকি, হ্যান্ডবল, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় অংশ নিয়ে সফলতা অর্জন করলেও হকিতে সাফল্য পায় সেবারই প্রথম। যদিও হকি অঙ্গনে মেরিনার বরাবরই প্রতিষ্ঠিত শক্তি। ১৯৮৮ সালে দলটি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। ১৯৮৮ সালে দ্বিতীয় বিভাগ হকি লীগে চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগে উন্নীত হয় মেরিনার্স।
×