ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাল মানের উইকেট চান উপুল থারাঙ্গা

লঙ্কানদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে

প্রকাশিত: ০৪:০৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

লঙ্কানদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে

মোঃ মামুন রশীদ ॥ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শুরুটা ভাল ছিল না শ্রীলঙ্কার। গত দেড়/দুই বছরে খুব বাজে সময় কাটছিল দলটির সব ফরমেটের ক্রিকেটে। তবে শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে তারাই। আবার টেস্ট সিরিজেও স্বাগতিক বাংলাদেশকে ১-০ ব্যবধানে হারিয়ে যেন ঘুরেই দাঁড়িয়েছে লঙ্কান ক্রিকেট। এবার সামনে এগিয়ে যাওয়ার পালা। টানা দুটি বড় সাফল্য পেয়ে এখন বেশ উজ্জীবিত, অনুপ্রাণিত দল শ্রীলঙ্কা। এ কারণে দুই ম্যাচের টি২০ সিরিজ ভালভাবে শেষ করার ব্যাপারে আত্মবিশ্বাস অনেক উঁচুতে তাদের। সেই প্রত্যাশাই ব্যক্ত করছেন শ্রীলঙ্কার টি২০ দলের সহঅধিনায়ক উপুল থারাঙ্গা। তবে ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজে ভিন্ন ভিন্ন চরিত্রের উইকেট দেখার পর ক্ষুদ্রতম ফরমেটের এ সিরিজে ভাল উইকেটের প্রত্যাশাও জানালেন তিনি। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন থারাঙ্গা। থারাঙ্গা এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে খেলেছেন সিলেট সিক্সার্সের হয়ে। খেলেছেন আরও কয়েকজন লঙ্কান ক্রিকেটার। যে কারণে বাংলাদেশের জাতীয় দলে বেশকিছু নতুন মুখের আগমন ঘটলেও তাদের ব্যাপারে বেশ ভাল ধারণা আছে থারাঙ্গার। আরও কয়েকজনও বাংলাদেশী খেলোয়াড়ের বিষয়ে জানেন। এ বিষয়টি নিয়ে থারাঙ্গা বললেন, ‘আসল ব্যাপার হচ্ছে উইকেট এবং কন্ডিশনের। আমরা কিছু বাংলাদেশী খেলোয়াড়ের সঙ্গে খেলেছি, সুতরাং আমরা জানি তারা কতটা সামর্থ্যবান। এটা উভয় দলের জন্যই সহায়ক হতে চলেছে। তারাও জানে আমরা কতখানি করতে পারি। আপনারা যদি আমাদের এই দলটিকে দেখেন, কয়েকজন কিন্তু বিপিএলে খেলেছিল। সে কারণে আমাদের ধারণা আছে তারা (বাংলাদেশী খেলোয়াড়) কেমন করতে পারে। আমরা তাদের কিছু ভিডিও দেখেছি এবং সেখান থেকেও তাদের বিষয়ে ধারণা পেয়েছি।’ এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে টানা দু’টি সাফল্য পাওয়ার পর এখন খারাপ সময় উতরে ভাল সময়ের মধ্যে আছে শ্রীলঙ্কা দল। আত্মবিশ্বাসটাও তুঙ্গে। এ বিষয়ে থারাঙ্গা বলেন, ‘এখন পর্যন্ত আমরা ভাল করেছি, ওয়ানডে টুর্নামেন্ট ও টেস্ট সিরিজে। আমাদের তাই যথেষ্ট আত্মবিশ্বাস আছে। টি২০ ক্রিকেটে আমরা কিছু নতুন মুখ পেয়েছি। আমরা ভাল ছন্দ পেয়েছি। আমরা সেটা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সবাই সেটার দিকে তাকিয়ে আছে।’ ত্রিদেশীয় সিরিজ এবং টেস্ট সিরিজে উইকেট নিয়ে অনেক আলোচনা হয়েছে। একেক ম্যাচে উইকেটের চরিত্র একেক রকম দেখা গেছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এই ভেন্যুতেই আজ সিরিজের প্রথম টি২০ ম্যাচ। উইকেটের চরিত্র নিয়ে তাই থারাঙ্গা বলেন, ‘আগামীকাল (আজ) পর্যন্ত আমরা এটা (পিচ) নিয়ে নিশ্চিত হতে পারছি না। আশা করছি খুব ভাল উইকেট হবে। ওয়ানডে টুর্নামেন্টে আমরা বৈচিত্র্যময় উইকেট পেয়েছিলাম। প্রথম দুই ম্যাচে উইকেট খুব ভাল ছিল, এরপর পরবর্তী অংশে উইকেট খুব ধীর হয়ে গিয়েছিল। টেস্ট ম্যাচে আমরা আবার বোলিং উইকেট দেখেছি। আমরা আগামীকাল (আজ) অনেক ভাল উইকেট প্রত্যাশা করছি।’ দল হিসেবে লঙ্কানরা নিজেদের জন্য এই টি২০ সিরিজটাকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে। কারণ ওয়ানডে ও টেস্টে নিজেদের ফিরে পেয়ে এখন এই ক্ষুদ্রতম ফরমেটে নিজেদের ভাল অবস্থানে নিয়ে আসতে উন্মুখ তারা। সে জন্য যথেষ্ট অনুপ্রেরণাও যোগ হয়েছে। থারাঙ্গা বলেন, ‘আমরা অনুভব করছি যে আমরা বেশ ভাল অনুপ্রেরণা পেয়েছি। বিশেষ করে ওয়ানডেগুলো এবং টেস্টে জিতে আমাদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে। দল হিসেবে এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা গত দেড়/দুই বছর তেমন ধারাবাহিক ছিলাম না। আমাদের মধ্যে এখন এই আশা জেগেছে যে সিরিজটা ভালভাবে শেষ করতে পারব।’
×