ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে দগ্ধ গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ০৪:০১, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

সীতাকুণ্ডে দগ্ধ গৃহবধূর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৪ ফেব্রুয়ারি ॥ সীতাকুণ্ডে মৃত্যুর সঙ্গে ৭ দিন লড়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন দগ্ধ গৃহবধূ মঞ্জু রানী দাশ (২০)। বুধবার ভোরে ঢাকা বার্ন ইউনিটে এ গৃহবধূর মৃত্যু হয়। নিহত গৃহবধূ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর জেলেপাড়া গ্রামের মিদুরাম দাশের স্ত্রী ও এক সন্তানের জননী। জানা যায়,গত ৮ ফেব্রুয়ারি উপজেলার সৈয়দপুর বগাচতর জেলেপাড়া গ্রামে নিজ ঘরে বিকেলে রান্না করার সময় অসাবধানবশত গায়ে আগুন লাগে মঞ্জু রানী দাশের। পরে শ্বশুরবাড়ির লোকজন আগুন নিভিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করান। কিন্তু গৃহবধূর শরীরের ৯০ ভাগ দগ্ধ হওয়ায় কর্তব্যরত ডাক্তার ঢাকার বার্ন ইউনিটে প্রেরণ করেন। সাপাহারে পচা পানি রাস্তায় ॥ দুর্ভোগে পথচারী নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৪ ফেব্রুয়ারি ॥ নওগাঁর সাপাহার উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনে প্রফেসরপাড়া দোয়ানীপাড়া সড়কের মোস্তাক আহম্মেদের বাসার সামনে অপরিকল্পিত কাঁচা ড্রেনে জমে থাকা এলাকার পচা দুর্গন্ধযুক্ত পানি উপচে রাস্তায় ওঠায় পথচারীদের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা পড়েছে চরম বিপাকে। একাধিক ছাত্রছাত্রী ও অভিভাবক জানায়, রাস্তায় জমে থাকা পানির ওপর দিয়ে রিক্সা-ভ্যান ও মোটরবাইকের চাকা উঠলে সেই পানি ছিটকে পথচারীদের গায়ে লেগে পরনের কাপড়-চোপড় নষ্ট হয়ে যায়। এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী জানান, ড্রেনটি পাকা করণের জন্য টেন্ডার হয়ে গেছে। দুই এক মাসের মধ্যে এই ড্রেন পাকা করণের কাজ শুরু হবে।
×