ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামালপুর পৌরসভার দেড় শ’ বছরপূর্তি আজ

প্রকাশিত: ০৪:০০, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

জামালপুর পৌরসভার দেড় শ’ বছরপূর্তি আজ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৪ ফেব্রুয়ারি ॥ পৌরসভার দেড় শ’ বছরপূর্তির অনুষ্ঠান কাল। দিনটিকে স্মরণীয় করে রাখতে পৌরসভা কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় শহরের বকুলতলা মোড় থেকে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য রেজাউল করিম হীরা। শোভাযাত্রায় ঢাকঢোল, বাদ্যবাজনা, সঙ সেজে নৃত্য, ঘোড়ার টমটম গাড়ি ও হাতির সওয়ার শোভা পায়। টমগাড়ির সামনের আসনে যাত্রী হন পৌসরভার দেড় শ’ বছরপূর্তি উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। এতে আরও যাত্রী হন সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও জেলা প্রশাসক আহমেদ কবীর। শোভাযাত্রায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সহসভাপতি জি এস মিজানুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জামালপুর শহর শাখা আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ জামালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নেতৃত্বে বিপুল সংখ্যক নাগরিকেরা অংশ নেন।
×