ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা-১ উপনির্বাচন

মনোনয়নপত্র জমা দিলেন পাঁচজন

প্রকাশিত: ০৩:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

মনোনয়নপত্র জমা দিলেন পাঁচজন

নিজস্ব সংবাদদাতা, ১৪ ফেব্রুয়ারি, গাইবান্ধা ॥ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে বুধবার ৫ জনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফরুজা বারী, জাতীয় পার্টি প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী, গণফ্রন্ট প্রার্থী শরিফুল ইসলাম, এনপিপি প্রার্থী জিয়া জামান খান ও স্বতস্ত্র প্রার্থী আহসান হাবিব মাসুদ। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক ১৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৩ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং ১৩ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৯ ডিসেম্বর সাংসদ গোলাম মোস্তফা আহমেদ সড়ক দুর্ঘটনায় মারা যান। ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী রেজওয়ান আহমেদ ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা এ,কে,এম আশরাফুল হক। বুধবার শেষ দিনে নিজ নিজ দলের নেতাকর্মীদের সাথে নিয়ে নাসিরনগর উপজেলা নির্বাচন অফিসে সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।
×