ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেনসিডিলসহ চাকরিচ্যুত দুই বিডিআর গ্রেফতার

প্রকাশিত: ০৩:৫৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

ফেনসিডিলসহ চাকরিচ্যুত দুই বিডিআর গ্রেফতার

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ১৪ ফেব্রুয়ারি ॥ বদরগঞ্জে ফেনসিডিল বিক্রি করার সময় পুলিশের হাতে ধরা পড়েছে বিডিআর বিদ্রোহের চাকরিচ্যুত দুই সদস্য আশরাফুল আলম (৪০) ও হাসান তানভির রুমেল (৩৫)। তারা ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের চাকরিচ্যুত সদস্য। বুধবার সকাল ১০টার দিকে বদরগঞ্জ ডিগ্রী কলেজ গেট এলাকা থেকে পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে। তাদের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ভারতীয় সীমান্তের কাটলা এলাকার হেছাব উদ্দিন ম-লের ছেলে আশরাফুল আলম। অপরজন একই জেলার ফুলবাড়ী উপজেলার গৌরীপাড়া এলাকার সৈয়দ আবুল কালামের ছেলে হাসান তানভির রুমেল। চাকরিচ্যুত হওয়ার পর থেকে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বলে জানা যায়। জানা যায়, ৩০ বোতল ফেনসিডিল প্যাকেট করে একটি মোটরসাইকেল যোগে বিরামপুর থেকে বদরগঞ্জে আসেন আশরাফুল ইসলাম ও হাসান তানভির রুমেল। সকাল ১০টার দিকে বদরগঞ্জ ডিগ্রী কলেজ গেটের সামনে দাঁড়িয়ে ফেনসিডিল হস্তান্তর করার জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় পুলিশ সেখানে হানা দেন। তাদের আটক করার পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করলে এলোমেলো কথা বলতে থাকেন।
×