ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় পরকীয়ার বলি দুই গৃহবধূ

প্রকাশিত: ০৩:৫৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

নওগাঁয় পরকীয়ার বলি দুই গৃহবধূ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৪ ফেব্রুয়ারি ॥ বুধবার বিশ্ব ভালবাসা দিবসে স্বামীর আদর-¯েœহ ও সোহাগ ভরা ভালবাসা এমন কি ছোট্ট একটি গোলাপ বা রজনীগন্ধাও ভাগ্যে জুটলোনা ধামইরহাটের হতভাগ্য গৃহবধূ পারভীন বেগম (৩৫) ও মহাদেবপুরের গৃহবধূ পারুল আখতারের (৩৪) কপালে। দিবসটির আগের রাতেই স্বামীর নির্মম আঘাতে খুন হতে হলো তাদের। এমন নিষ্ঠুর ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুটি ঘটনাই ঘটেছে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ার কারণে। মহাদেবপুরে ঘাতক স্বামী নাসির উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে। তবে ধামইরহাটের ঘাতক স্বামী আব্দুর রহমান ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। সে নারায়ণগঞ্জ এলাকায় শ্রমিকের কাজ করে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। জানা গেছে, ধামইরহাট উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুর রহমান ও তার স্ত্রী পারভীন বেগম মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়ে। এরপর আব্দুর রহমান তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় পাঁজরে ছুরিকাঘাত করে এবং মুখে কাপড় ঢুকিয়ে দেয়। যাতে কোন প্রকার শব্দ না করতে পারে। এ সময় পাশের ঘরে থাকা নিহতের কন্যা জান্নাতুন ও তার বোন মায়ের গোঙ্গানি শুনতে পেয়ে ঘরে ছুটে এসে দেখে তার মায়ের নাক মুখ ও বাম পাঁজর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাদের দুই বোনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলেও ঘটনাস্থলেই পারভীন বেগম মারা যান। ঘটনার পর পরই ঘাতক স্বামী আব্দুর রহমান পালিয়ে যায়। আব্দুর রহমান উপজেলার দৌলতপুর গ্রামের কোবাদ মুন্সীর পুত্র। আইয়ুব হোসেন বলেন, তার জামাই দীর্ঘদিন ধরে ঢাকায় রিক্সা চালাত। সেখানে একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং পারভীনকে তালাক দিয়ে ওই মেয়েকে বিয়ে করতে চায়। গত ১৫দিন আগে সে ঢাকা থেকে বাড়িতে এসে পারভীনের ওপর নির্যাতন শুরু করে। গত ৬ ফেব্রুয়ারি হাঁসুয়া দিয়ে তার মেয়েকে জবাই করার জন্য আব্দুর রহমান আক্রমণ চালায়। সেই যাত্রায় নিহতের জামাইয়ের বাধার কারণে তার মেয়েকে সে হত্যা করতে পারেনি। অপরদিকে মঙ্গলবার রাতে জেলার মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে গৃহবধূ পারুল আখতারের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত পারুল আখতারের স্বামী নাসির উদ্দিন তার স্ত্রীকে হত্যার পর অসুস্থ হয়ে মারা গেছে বলে প্রচার চালায়। এ নিয়ে দীর্ঘ সময় নিষ্পত্তির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। অবশেষে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামী নাসির উদ্দিনকে গ্রেফতার করে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, কৃষ্ণপুর গ্রামের আঃ মান্নানের ছেলে নাসির উদ্দীন (৩৮) প্রায় ১৪ বছর আগে মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়নপুর (কুমির পুকুর) গ্রামের আকবর আলী খোকার মেয়ে পারুল আখতারকে বিয়ে করে। তাদের সংসারে নুসরাত জাহান নদী (১২) নামের এক কন্যা রয়েছে। এর মাঝে নাসির উদ্দীন একই গ্রামের ময়নুল হকের যুবতী কন্যা শারমিন আক্তার শিলার (১৮) সঙ্গে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলার এক পর্যায়ে ৬ মাস আগে পরকীয়ার প্রেমিকা শারমিন আক্তার শিলাকে বিয়ে করে। কুমিল্লায় ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, কুমিল্লায় নিতাই দেবনাথ নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজের ৭দিন পর বস্তাবন্দী লাশ নোয়াখালীর চাটখিল থেকে উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে আটক করেছে। নিহত নিতাই দেবনাথ মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় বাজারের স্বর্ণ ব্যবসায়ী। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাইতলা গ্রামের নারায়ন দেবনাথের ছেলে। পরিবার পরিজন নিয়ে তিনি প্রায় ২৫ বছর ধরে লাকসামে বসবাস করে আসছেন। জানা যায়, স্বর্ণ ব্যবসায়ী নিতাই দেবনাথ (৩৫) গত ৭ ফেব্রুয়ারি লাকসাম পৌরশহরের ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এদিকে লাকসাম থানার জিডির সূত্র ধরে পুলিশ গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে লাকসাম পৌর এলাকার ফতেহপুরের একটি লেপতোষক দোকানের কারিগর নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের বিল্লাল হোসেনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আরও ৪ সন্দেহভাজনকে আটক করে রাতভর ব্যাপক জিজ্ঞাসাবাদ চালায়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে লাকসাম থানা পুলিশ আটক বিল্লাল বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের পাশের একটি ডোবা থেকে নিতাই দেবনাথের বস্তাবন্দী লাশ উদ্ধার করে। গাইবান্ধায় স্কুলছাত্রী নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, নিখোঁজের নয় দিন পর গাইবান্ধার এক ইটভাঁটার টয়লেট থেকে আঁখি নামে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামের জনৈক আয়ান মিয়ার ইটভাঁটার টয়লেট থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। সে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দক্ষিণ ঘাগোয়া গ্রামের আক্কাছ আলীর মেয়ে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিতু মিয়া (১৭) নামে দশম শ্রেণীর এক স্কুলছাত্রকে আটক করা হয়েছে। সে আঁখিদের প্রতিবেশী রফিকুল ইসলামের ছেলে। পিরোজপুর মোটরসাইকেল চালক নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, নেছারাবাদে নিখোঁজের ৫ দিন পর মিলন (২৭) নামে এক মোটরসাইকেল চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সোহাগদল গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের লেট্রিনের সেপটিক ট্যাংক থেকে অর্ধগলিত ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনা সিদ্দিকের স্ত্রী রেহেনা বেগম ও তার ছেলে তাজিমকে মিলনের মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। নিহত মিলন বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের শাহাদাৎ মিয়ার ছেলে। এছাড়া মিলন হত্যায় অভিযুক্ত তাজীম সোহাগদল গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। মিলনের হোন্ডা আত্মসাতের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে হত্যার কারণ জানিয়েছেন। জানা যায়, গত পাঁচদিনে আগে রেন্ট-এ কার চালক মিলন বাড়ি থেকে নিখোঁজ হয়। লক্ষ্মীপুরে যুবক নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, সদর উপজেলার দাশের হাট খাগুড়িয়া থেকে জাবেদ হোসেন মিন্টু (৩৫) নামে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে দাশের হাট পুলিশ গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার পিতার নাম গোফরান আহমেদ। পুলিশ জানায়, রাত প্রায় আড়াইটার দিকে চরশাহী ইউপির খাগুড়িয়া গ্রামের লোকেরা পুলিশকে জানান, এলাকায় গোলাগুলি চলছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে। পরে ঘটনাস্থলে একটি সুপারি বাগান থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। একই সময়ে পুলিশ সেখান থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করে। অস্ত্রের মধ্যে রয়েছে, একটি এলজি, ৮ রাউন্ড গুলি, ১০টি গুলির খোসা, একটি রামদা, দুইটি চাপাতি, তালা কাটার একটি কাটার মেশিন ও একটি মুখোশ।
×