ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ক্রিকেটে আশরাফুলসহ ৫ জনের সেঞ্চুরি

প্রকাশিত: ০৬:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

প্রিমিয়ার ক্রিকেটে আশরাফুলসহ ৫ জনের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ আগের দুই রাউন্ডের ১২ ম্যাচে মাত্র একটি সেঞ্চুরি দেখা গিয়েছিল। কিন্তু মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) তিন ম্যাচেই হয়েছে ৫ সেঞ্চুরি। টানা তৃতীয় জয় তুলে নিয়ে যথারীতি শীর্ষে আছে আবাহনী লিমিটেড। তারা ১৩৬ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। তবে আবার হেরেছে চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর জয় পেয়েছে রানার্সআপ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ৪ নম্বর মাঠে কলাবাগান ক্রীড়াচক্র ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ম্যাচে হয়েছে ৩ সেঞ্চুরি। কলাবাগানের হয়ে মোহাম্মদ আশরাফুল ১৩১ বলে ১১ চারে ১০৪ রান করার পর তাইবুর পারভেজ ১০৯ বলে ৯ চার, ৩ ছক্কায় ১১৪ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। আশরাফুল এ শতকের মাধ্যমে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৫ হাজার রান পূর্ণ করেন। ৪ উইকেটে ২৯০ রানের বড় সংগ্রহ পায় কলাবাগান। জবাবে ৫ ওভার বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে ২৯১ রান তুলে ৮ উইকেটের বড় জয় পায় দোলেশ্বর। লিটন কুমার দাস ১২৩ বলে ১৪ চার, ৩ ছক্কায় অপরাজিত ১৪৩ এবং মার্শাল আইয়ুব ৭৩ বলে ৯ চার, ২ ছক্কায় অপরাজিত ৯১ রান করেন। বিকেএসপির তিন নম্বর মাঠে জহুরুল ইসলাম অমির ১৪২ বলে ৫ চার, ১ ছক্কায় করা ১০২ ও রজত ভাটিয়ার ৬১ রানে ভর দিয়ে গাজী ৫ উইকেটে তোলে ২৪৭ রান। মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৪৬ রান। জবাবে ৪৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলে ৫ উইকেটের জয় পায় খেলাঘর। অনুর্ধ-১৯ দলের টপঅর্ডার মাহিদুল ইসলাম অঙ্কন ১০৯ বলে ৭ চার, ৪ ছক্কায় ৮৫ এবং মেনারিয়া ৫১ রান করেন। ফতুল্লায় টানা তৃতীয় জয় তুলে নেয় আবাহনী। আগে ব্যাটিংয়ে নেমে অনুর্ধ-১৯ দলের অধিনায়ক সাইফ হাসানের ১৩২ বলে ৬ চার, ৫ ছক্কায় ১০৮ রানে ভর দিয়ে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে গুটিয়ে যায় ২৬৬ রানে। জবাবে ৩৫.৪ ওভারে মাত্র ১৩০ রানেই গুটিয়ে যায় ব্রাদার্স। এটি আবাহনীর হ্যাটট্রিক জয়।
×