ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি২০ লড়াই উপভোগ্য হবে ॥ তামিম

প্রকাশিত: ০৬:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

টি২০ লড়াই উপভোগ্য হবে ॥ তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই ম্যাচের টি২০ সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টেস্টের পর টি২০ সিরিজ খেলবে। স্বল্প ওভারের এ সিরিজটি উপভোগ্য হবে বলে মনে করছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার তামিম গত সিরিজগুলোর হতাশার কথা বলার সঙ্গে টি২০ সিরিজ নিয়েও কথা বলেছেন। জানিয়েছেন, অবশ্যই হতাশার (ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজ হারা)। স্পেশালি ওয়ানডেতে যেভাবে শুরু করেছিলাম আমরা ফাইনাল স্টেপটা হয়তো ভালভাবে নিতে পারিনি। সো উই লস্ট। টেস্ট ম্যাচেও আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা ওয়াজ এ্যা বেটার সাইড। যেটা চলে গেছে, চলে গেছে। সবাই খুবই হতাশ। আমরা মনে করেছিলাম যা খেলেছি তার চাইতে ভাল রেজাল্ট করব অথবা তার চাইতে ভাল ইন্ডিভিজুয়ালি পারফর্ম করব। যা হয়নি। এটা ক্রিকেট। এখান থেকে আপনি কিভাবে ঘূরে দাঁড়াবেন, আবার একটা নতুন সিরিজ হচ্ছে, ভিন্ন ফরমেট; এই জায়গায় সেরাটা দিতে হবে। বাংলাদেশের জন্য জিততে হবে। টিম ম্যানেজমেন্ট বলেন, আমরা সবাই একটা জিনিস জানি আমরা হয়ত বা খারাপ খেলছি, আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারছি না। সো এটাই আমাদের টার্গেট সবার মধ্যে আমাদের ভাল খেলতে হবে। আমাদের সেরাটা খেলতে হবে। জনগণ চায় ভাল খেলা। সবাই চায় রান, উইকেট, আমরা যদি আমাদের ভালটা খেলি তাহলে অনেক উপভোগ্য টি২০ সিরিজ হবে।’ টি২০ সিরিজে ভাল করা সম্ভব বলেও মনে করছেন তামিম। বলেছেন, ‘এখন পরিস্থিতিটা একদম আলাদা। আপনি যদি দেখেন আমরা নরমালি টি২০ খেলতাম খুবই কম। কিন্তু আপনি যদি আমাদের পরবর্তী ৬ মাস বা এক বছরের সূচী দেখেন আমরা কিন্তু প্রচুর পরিমাণ টি২০ খেলব। ওয়ানডের চেয়েও বেশি টি২০ খেলা আছে পরবর্তী এক বছরের মধ্যে, আমার যা মনে হয়। আমরা এখানেও ২টি খেলব, আশাকরি শ্রীলঙ্কায় ৫টি খেলব. তারপর ওয়েস্ট ইন্ডিজেও ২টা না ৩টা টি২০ আছে। এখন আমার কাছে মনে হয় দিজ ইজ দ্য পারফেক্ট টাইম যে, আমাদের কোন্ ধরনের ব্যালান্স অথবা কোন্ ধরনের প্ল্যানিংয়ে আমরা আগাব। এখন থেকে আমরা যদি প্রস্তুত হয়ে যাই, যত কম সময় নিয়ে, তাহলে আমাদের জন্য ভাল। কারণ ২০২০তে ওয়ার্ল্ডকাপ আছে। স্টিল উই হ্যাভ লট অব টাইম টু গো। এই একটা ফরমেট আমি বিশ্বাস করি, আমরা যা করি তারচেয়ে আরও ভাল করতে পারি। আমরা যা খেলছি তারচেয়ে অনেক ভাল খেলতে পারি প্লাস একটা ফরমেটে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের ডোমিস্টিক টুর্নামেন্টও খেলি, বিপিএল। সো এই একটা ফরমেটে আমাদের আরও ভাল করা উচিত। আমি আশাকরি আমরা আরও ভাল খেলতে পারি।’
×