ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি২০ সিরিজ শুরু কাল

নিজেদের ফেবারিট ভাবছেন থিসারা

প্রকাশিত: ০৬:২৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

নিজেদের ফেবারিট ভাবছেন থিসারা

মোঃ মামুন রশীদ ॥ ত্রিদেশীয় সিরিজে ব্যাটে-বলে দুরন্ত ছিলেন থিসারা পেরেরা। ২৮ বছর বয়সী এ অলরাউন্ডারের চৌকস নৈপুণ্যে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়। আর থিসারা হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। তিনি দাবি করেছেন ত্রিদেশীয় সিরিজে দলকে যে আত্মবিশ্বাস দিতে পেরেছিলেন তারা সেই অনুপ্রেরণা কাজে লাগিয়েই টেস্ট সিরিজে স্বাগতিক বাংলাদেশকে হারিয়েছে শ্রীলঙ্কা। এখন ক্ষুদ্র ফরমেটের টি২০ সিরিজেও শ্রীলঙ্কাকেই ফেবারিট মনে করছেন তিনি। তবে যে দলটি ভুল কম করবে তারাই ম্যাচ জিতবে এমনটাও বললেন থিসারা। ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজ হারার পর স্বাগতিক বাংলাদেশ অবশ্য ছেড়ে কথা বলবে না। ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টাই করবে তারা। এ কারণে থিসারা প্রত্যাশা করছেন স্বাগতিক দলের কাছ থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা। মঙ্গলবার অনুশীলন শেষে এসব কথা বলেন থিসারা। ক্যারিয়ারের ৫০ টি২০ উইকেট শিকারের সামনে দাঁড়িয়ে থিসারা। ৬৬ ম্যাচে ৪৮ উইকেট নিয়েছেন তিনি। ২ ম্যাচের টি২০ সিরিজে প্রথম ম্যাচ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এই ভেন্যুতে বাংলাদেশ সর্বাধিক ৭ টি২০ জিতেছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ৭ ম্যাচে জয় মাত্র দুটি। অবশ্য সেই দুটি জয় সর্বশেষ ৩ বারের মুখোমুখিতেই এসেছে। ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় পায় ২৩ রানে মিরপুরে, ২০১৭ সালের ৬ এপ্রিল সর্বশেষ জয়টি পায় কলম্বোয় ৪৫ রানে। লঙ্কানদের বিরুদ্ধে তীব্র লড়াইয়ের জন্য বাংলাদেশ দলের সবচেয়ে বড় অস্ত্র সাকিব আল হাসানই নেই। বিশ্বসেরা এ অলরাউন্ডার এখন পর্যন্ত তার আঙ্গুলের ইনজুরি কাটিয়ে খেলার জন্য পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। এ বিষয়ে থিসারা বলেন, ‘সবাই জানে যে তিনি খুবই মেধাবী খেলোয়াড়। তিনি খেলা পরিবর্তন করে দিতে পারেন। সুতরাং আমার মনে হয় সাকিবকে ছাড়া বাংলাদেশ দলের জন্য বড় একটা আঘাত।’ সাকিব থাকলে হয়তো সমানে-সমান লড়াইয়ের একটা সুযোগ ছিল। কিন্তু বাংলাদেশ দল তাকে পাচ্ছে না। অপরদিকে শ্রীলঙ্কা তাদের অন্যতম ম্যাচজয়ী পারফর্মার থিসারাকে দলে পাচ্ছে। থিসারা ক্যারিয়ারের ৫০তম উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে। এর মধ্যে ২৯ ম্যাচে তিনি দলের বিজয়ের সাক্ষী হতে পেরেছেন। ৬৬ ম্যাচে ২০.৮৯ গড়ে ৭৯৪ রান করেছেন এবং ২৭.৭৫ গড়ে নিয়েছেন ৪৮ উইকেট। কিন্তু ২৯ জয়ের ম্যাচে তার নৈপুণ্য অনেক ভাল। এই ম্যাচগুলোতে তিনি ৬৬.০০ গড়ে ৪৬২ রান করেছেন যার মধ্যে ক্যারিয়ার সেরা ৪৯ রানের ইনিংসও আছে। আর বল হাতে ২২.৪৫ গড়ে ২০ উইকেট নিয়েছেন। অর্থাৎ ২ ম্যাচের সিরিজে মূল পার্থক্যটা তিনিই গড়ে দেবেন এটাই ধারণা করা হচ্ছে। তবে থিসারা নিজে বললেন, ‘ক্যারিয়ারের অনেকগুলো ম্যাচই আমি বাংলাদেশে খেলেছি। এটা আমার জন্য বেশ ভাল ব্যাপার। সর্বশেষ বিপিএলের সময় খুব ভাল খেলেছিলাম। এটা শুধু আমার জন্যই নয়, দলের জন্যও বেশ ভাল।’ মাঠের লড়াইটাই আসল। থিসারা বাংলাদেশ দলের জন্য বড় চ্যালেঞ্জ, কিন্তু দলগতভাবে নৈপুণ্য দেখাতে পারলে জিততে পারে যে কোন দলই। তিনি আশা করছেন টি২০ সিরিজে জোর লড়াই করবে বাংলাদেশ। এ বিষয়ে থিসারা বলেন, ‘ক্রিকেট এমন একটি খেলা যেখানে বলার উপায় নেই কে জিতবে, কে হারবে। কিন্তু ম্যাচে যে দলটি সবচেয়ে কম ভুল করবে তারাই বিজয়ী হবে। আমি জানি বাংলাদেশ খুব দৃঢ়ভাবেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, কারণ তারা টানা দুটি সিরিজ হেরেছে। আমি আশাকরি তারা গত দুটি সিরিজের চেয়ে ভালভাবেই ফিরবে।’ গত দুই বছর খুব বাজে সময় যাচ্ছিল শ্রীলঙ্কা ক্রিকেটে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর যাত্রাটা শুরু হয়েছে দলটির এবার বাংলাদেশ সফরেই। ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার পর দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে। এবার টি২০ সিরিজও জেতার দিকে মনোযোগ লঙ্কানদের। এ বিষয়ে থিসারা বলেন, ‘আমার মনে হয় ওয়ানডে খেলোয়াড় হিসেবে আমরা টেস্টে খেলোয়াড়দের ভাল একটা অনুপ্রেরণা দিয়েছিলাম। তারাও সেটা বেশ ভালভাবেই কাজে লাগিয়েছে। এখন তারা যেমন করেছে তেমনটাই টি২০ ম্যাচে আমাদের করে দেখাতে হবে। অবশ্যই আমি শ্রীলঙ্কান হিসেবে সবসময়ই বলব যে শ্রীলঙ্কা টি২০ সিরিজে ফেবারিট। সে কারণে আমি বলেছি যে দলটি কম ভুল করবে তাদের ম্যাচ জেতার সম্ভাবনা বেশি থাকবে। নির্দিষ্ট দিনে আসলে সেরা দলটাই ম্যাচ জিতবে।’
×