ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে চনমনে পিএসজি

প্রকাশিত: ০৬:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে চনমনে পিএসজি

জাহিদুল আলম জয় ॥ অবশেষে সেই ক্ষণ দুয়ারে। মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে লড়বে স্প্যানিশ ও ফরাসী পরাশক্তি। ম্যাচটি নিয়ে গোটা ফুটবলবিশ্বে চলছে উৎসবের আমেজ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও নেইমারের দ্বৈরথ দেখতেও মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা। আজ রাতে আরেক ম্যাচে পর্তুগালের এফসি পোর্তোর বিরুদ্ধে লড়বে ইংলিশ ক্লাব লিভারপুল। চলতি মৌসুম মোটেও ভাল যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। অথচ চ্যাম্পিয়ন্স লীগে টানা দুইবারের চ্যাম্পিয়ন তারা। এবার হ্যাটট্রিক শিরোপার হাতছানি। কিন্তু সেটা হবে কিনা তা নিয়ে ঢের সংশয়। অন্য প্রায় সব আসর থেকে রিয়ালের ট্রফি জয়ের সম্ভাবনা শেষ। এখন শুধু বাকি চ্যাম্পিয়ন্স লীগ। এখানেও গ্রুপপর্বে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি গ্যালাক্টিকোরা। টটেনহ্যাম হটস্পারের পেছনে থেকে গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে এসেছে তারা। তবে স্প্যানিশ লা লিগায় সর্বশেষ ম্যাচে বড় জয়ে ফর্মে ফিরেছে দলটি। সবচেয়ে বড় কথা দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শেষ ম্যাচে হ্যাটট্রিক করেছেন। অন্যদিকে পিএসজিও আছে দারুণ ফর্মে। ফরাসী লীগে জয়ের পর জয় পাচ্ছে তারা। নেইমারও আছেন তুখোড় ফর্মে। ম্যাচটি তাই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিএসজি ও রিয়াল দু’দলই তারকাসমৃদ্ধ। পিএসজি আছে দারুণ ফর্মে। সবচেয়ে বড় ব্যাপার, পিএসজির তারকা খেলোয়াড় আর্জেন্টাইন এ্যাটাকিং মিডফিল্ডার এ্যাঞ্জেল ডি মারিয়া, উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি আর ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার আছেন দারুণ ফর্মে। এর আগের ম্যাচেও তুলুজের বিপক্ষে ম্যাচের একমাত্র গোল করেন নেইমার। অন্যদিকে রিয়াল মাদ্রিদ কাটাচ্ছে সঙ্কটময় সময়। দলের তারকা খেলোয়াড় রোনাল্ডোর যেমন সময় খারাপ যাচ্ছে, তেমনি দলেরও। কোপা ডেল’রে ট্রফি থেকে দলটি আগেই ছিটকে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে বাধা হিসেবে দাঁড়িয়েছে ভাল ফর্মে থাকা পিএসজি। এমন অবস্থায় দলটির কোচ জিনেদিন জিদান সব দায়ভার নিয়েছেন নিজের কাঁধে। পিএসজির ম্যাচের আগে তিনি বলেন, দলটির সব সিদ্ধান্ত আমিই নিই। কোন কৌশলে কাজ না হলে খেলোয়াড়দের দায়? অবশ্যই না, দায় আমার। তিনি আরও বলেন, আমাদের জয় প্রয়োজন। এ ছাড়া আর কিছুই আমাদের চিন্তায় নেই। আমরা মাঠে ভাল কিছু করতে চাই। পিএসজির ব্যাপারে জিদান বলেন, পিএসজি নতুনরূপে মাঠে ফিরে এসেছে। তারা দিন দিন উন্নতি করছে। তারা যে দারুণ মৌসুম কাটাচ্ছে, এ ব্যাপারটা আমাকে মোটেও অবাক করছে না। তবে আমরা জয়ের জন্যই খেলব। রিয়াল জিততে চাইলেও ছেড়ে কথা বলবে না পিএসজি। এমনটি জানিয়েছেন দলটির আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। গত মৌসুমে (২০১৬-১৭) বার্সিলোনার মতো কঠিন প্রতিপক্ষের সামনে পড়ায় ছিটকে পড়েছিল পিএসজি। এবার তাদের সামনে আরেক স্প্যানিশ পরাশক্তি রিয়াল। তবে এবার দলটি আরও শক্তিশালী। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে ডি মারিয়া বলেন, ‘আমরা গত মৌসুমের চেয়ে এবার শক্তিশালী। এ ধরনের ম্যাচে আপনার শুধু প্রতিভা থাকলেই চলে না। জয় পেতে হলে কিছুটা ভাগ্যেরও দরকার হয়। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন্স লীগ বলেই প্রতিপক্ষের ফর্মহীনতাকে সুবিধা ধরতে নারাজ ডি মারিয়া। রিয়ালকে নিয়ে তিনি বলেন, রিয়াল মাদ্রিদ দারুণ একটি দল। চ্যাম্পিয়ন্স লীগে তারা সবসময়ই পারফর্ম করে। যখনই চ্যাম্পিয়ন্স লীগের সঙ্গীত বেজে ওঠে, তাদের খেলোয়াড়রা বদলে যায় এবং সেরাটা খেলে। রিয়াল তো শুধু বল নিয়ন্ত্রণে রাখার জন্য খেলে না। তাদের বিপক্ষে ম্যাচ নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আমাদের আসল কাজ হবে নিজেদের খেলাটা খেলা। পুরো মৌসুমে আমরা যেমন খেলেছি, তেমনই খেলতে হবে। নিষেধাজ্ঞার কারণে রিয়ালের হয়ে ম্যাচটি খেলতে পারবেন না ডিফেন্ডার দানি কারভাহাল। তবে ম্যাচ নিয়ে কথা বলেছেন তিনি। বিশেষ করে নেইমারকে নিয়ে। এ প্রসঙ্গে কারভাহাল বলেন, নেইমারের বিপক্ষে খেলায় কোন জাদুকরী ফর্মুলা নেই। আপনি শুধু আশা করতে পারেন, সে যাতে তার দিনটা না পায়। আমি আশা করছি, বুধবার তার দিন না হোক। তিনি আরও বলেন, এই ধরনের লড়াইয়ে কোন ফেবারিট নেই। নকআউট পর্বগুলো সমানে সমান। এই পর্বের ম্যাচগুলোতে ছোট ব্যাপারগুলোই নির্ধারক হয়ে থাকে।
×