ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি২০ জিততে আশাবাদী দু’দলই

প্রকাশিত: ০৬:২৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

টি২০ জিততে আশাবাদী দু’দলই

মিথুন আশরাফ ॥ প্রথম টি২০ দিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে বৃহস্পতিবার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকেল ৫ টায় প্রথম টি২০ ম্যাচটি শুরু হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একই সময়ে দুই দলের মধ্যকার দ্বিতীয় টি২০ ম্যাচ শুরু হবে। এই সিরিজ জিতে নিতে চায় বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ হাতছাড়া হয়েছে। টেস্ট সিরিজও গেছে। এখন দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজ আছে। এ সিরিজ না জেতা গেলে হারের গোলকধাঁধাতেই আটকে পড়বে বাংলাদেশ। শ্রীলঙ্কা বাজিমাত করবে। আর তাই যেভাবেই হোক শেষ সিরিজে নিজেদের মেলে ধরতে চান বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কিন্তু কিভাবে তা সম্ভব? টি২০ ক্রিকেটে বাংলাদেশ খুব একটা ভাল দল নয়। এখন পর্যন্ত ৬৯ টি২০ ম্যাচ খেলে ২১টিতে জিতেছে বাংলাদেশ। ৪৬টিতে হেরেছে। ২টি ম্যাচের রেজাল্ট হয়নি। শেষ ১০টি টি২০ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জিততে পেরেছে বাংলাদেশ। কি করুণ অবস্থা, তাতেই বোঝা যাচ্ছে। সিরিজে তো আরও কাহিল অবস্থা বাংলাদেশের। কোন দলের বিপক্ষে দুই ম্যাচের দ্বিপক্ষীয় টি২০ সিরিজে এখন পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। কোন টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে তো দুই ম্যাচের টি২০ সিরিজে জেতার কোন ইতিহাসই নেই। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে যে তিন ম্যাচের টি২০ সিরিজে জিতেছে বাংলাদেশ, সেটিই শুধু প্রাপ্তির খাতায় জমা আছে। এছাড়া ২৩টি দ্বিপক্ষীয় টি২০ সিরিজ খেলে মাত্র চারটি টি২০ সিরিজে জিততে পেরেছে। তাও দুই ম্যাচের কোন সিরিজে নয়, তিনটি এক ম্যাচের সিরিজে; একটি টেস্ট খেলুড়ে দল ছাড়া তিন ম্যাচের সিরিজে জিতেছে বাংলাদেশ। ২০০৬ সালে টি২০ খেলা শুরু করে দল। প্রথম এক ম্যাচের সিরিজেই জিম্বাবুইয়ে হারানো দিয়ে শুরু হয়। এরপর পাঁচ বছর অতিক্রম করার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচের সিরিজে জিতে। ২০১২ সালে আয়ারল্যান্ডকে সিরিজে হারানোর তিন বছর পর পাকিস্তানকে এক ম্যাচের সিরিজে হারায় বাংলাদেশ। এরপর আর কোন সিরিজে জিততে পারেনি বাংলাদেশ। ২০১৫ সালে পাকিস্তানকে হারানোর পর ৬টি টি২০ সিরিজ খেলে বাংলাদেশ। তিনটিতে হারে। তিনটিতে ড্র করে। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজে ড্র করার সঙ্গে জিম্বাবুইয়ের বিপক্ষে দুটি সিরিজে ড্র করে বাংলাদেশ। টি২০তে খুবই খারাপ অবস্থা বাংলাদেশের। দেশের মাটিতে ১০টি দ্বিপক্ষীয় টি২০ সিরিজ খেলে তিনটি সিরিজে জিতে বাংলাদেশ। তিনটিই এক ম্যাচের টি২০ সিরিজ ছিল। জিম্বাবুইয়ের বিপক্ষে দুটি সিরিজ ড্র করে। আর পাঁচটি সিরিজ হারে। দেশের মাটিতে ২৮টি টি২০ খেলে ১১টিতে জিতে বাংলাদেশ। দেশের মাটিতে শেষ পাঁচটি টি২০র মধ্যে তিনটিতেই জিতে বাংলাদেশ। দেশের মাটিতে অবস্থা ভাল। তবে ২০১৬ সালের মার্চে এশিয়া কাপ টি২০ ফাইনালে ভারতের বিপক্ষে লড়াই করার পর দেশের মাটিতে আর কোন টি২০ আন্তর্জাতিক ম্যাচই খেলেনি বাংলাদেশ। প্রায় দুই বছর পর দেশের মাটিতে টি২০ খেলবে বাংলাদেশ। আর এখানেই শঙ্কা থাকছে। যেখানে দল দীর্ঘদিন দেশের মাটিতে টি২০ই খেলেনি, আবার ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজ হারের পর বিধ্বস্ত অবস্থায় আছে; সেখানে বিপদ থাকছেই। খেলতে পারবেন না আবার টি২০র সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। তাকে ছাড়া দল যে কতটা বিপদে পড়ে তাতো ত্রিদেশীয় সিরিজের ফাইনালে, টেস্ট সিরিজেও দেখা গেছে। সাকিবের অভাব প্রতিক্ষেত্রেই অনুভূত হয়েছে। টি২০তে তো সেই অভাব আরও বেশি করে বোঝা যাওয়ার কথা। সাকিবহীন বাংলাদেশ দলই শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করবে। যে শ্রীলঙ্কার ওয়ানডে দলের ক্রিকেটাররা ত্রিদেশীয় সিরিজ জিতে নিয়েছেন। তাদের বেশিরভাগ ক্রিকেটারই খেলবেন টি২০তেও। টি২০তে শ্রীলঙ্কা আবার ভাল দলও। যেখানে বাংলাদেশের জয়-হারের আনুপাতিক হার হচ্ছে ৩১ শতাংশ। সেখানে শ্রীলঙ্কার সেই হার ৫১ শতাংশ। শ্রীলঙ্কা এখন পর্যন্ত ১০২টি টি২০ খেলে ৫১টিতে জিতেছে। ৪৯টিতে হেরেছে। ১টি ম্যাচ টাই হয়েছে। ১টি ম্যাচের রেজাল্ট হয়নি। গত বছর এপ্রিলে বাংলাদেশের কাছে নিজ মাটিতে টি২০তে হারের পর অবশ্য টানা ৭টি টি২০তে হেরেছে শ্রীলঙ্কা। ওয়ানডের মতো টি২০তেও শ্রীলঙ্কার এ মুহূর্তে বাজে সময় যাচ্ছে। তবে বাংলাদেশের সঙ্গে খেলা। দলের কোচও চন্দিকা হাতুরাসিংহে। যিনি বাংলাদেশের সাবেক কোচ হওয়ার সূত্রে বাংলাদেশ ক্রিকেটারদের শক্তি-দুর্বলতা ভাল করেই জানেন। তাতে ত্রিদেশীয় সিরিজ ও টেস্টে শ্রীলঙ্কাকে সাফল্যও এনে দিতে পেরেছেন। যে দলটি ওয়ানডেতে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে, ত্রিদেশীয় সিরিজেই তারাই চ্যাম্পিয়ন হয়েছে। সেই দলটি টি২০তেও খারাপ অবস্থায় যাচ্ছে। এবার কী টি২০তেও তাহলে শ্রীলঙ্কার হাতে ট্রফি ধরা দেবে? বাংলাদেশের মাটিতেও শ্রীলঙ্কার অবস্থা খুবই ভাল। এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে ১২টি টি২০ খেলে ৮টিতে জিতেছে শ্রীলঙ্কা। ২০১৬ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে খেলে শ্রীলঙ্কা। এশিয়া কাপ টি২০তে টানা তিনটি ম্যাচেই হারে। তবে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ খেলে দুটিতেই জিতে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি২০ ম্যাচে যেমন হেরেছে শ্রীলঙ্কা, তেমনি বাংলাদেশের মাটিতেও বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি২০ ম্যাচে হেরেছে। যদিও সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ৭ ম্যাচের ৫টিতে জিতেছে শ্রীলঙ্কা, কিন্তু এবার রেজাল্ট অন্যরকমও হতে পারে। যদি ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজের দুঃখ ভুলে পুরো নতুনভাবে শুরু করতে পারে বাংলাদেশ। তাহলে বৃহস্পতিবার বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টি২০ সিরিজ যে শুরু হবে এই সিরিজ জিতে নেওয়াও সম্ভব!
×