ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিআইসিসিতে রেসপিকন-১৮ সম্মেলন শুরু

প্রকাশিত: ০৫:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

বিআইসিসিতে রেসপিকন-১৮ সম্মেলন শুরু

এ্যাজমা এ্যাসোসিয়েশন বাংলাদেশের ২১তম বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সম্মেলন ‘রেসপিকন-২০১৮’ ১৩-১৪ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসিতে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরী এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ। সম্মেলনে ইংল্যান্ড, আমেরিকা ও ভারত থেকে আগত পাঁচ বিদেশী চিকিৎসা বিজ্ঞানীসহ এদেশের অনেক বক্তব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এ্যাজমা এ্যাসোসিয়েশন বাংলাদেশের মহাসচিব এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ শাহেদুর রহমান খান স্বাগত ভাষণ দেন এবং সভাপতিত্ব করেন এ্যাজমা এ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাঃ বশীর আহাম্মদ। -বিজ্ঞপ্তি
×